নিজস্ব প্রতিবেদন: প্রতিবছরের মতো এবছরও অস্কার(Oscars) কমিটিতে সদস্য হওয়ার আমন্ত্রণ পেয়েছেন বলিউডের বেশ কয়েকজন তারকা। তাঁর মধ্য়ে অন্যতম কাজল, রিমা কাগতি। এই তালিকায় রয়েছেন বাঙালি পরিচালকও, তিনি হলেন সুস্মিত ঘোষ। এই বছর একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের দ্বারা আমন্ত্রিত ৩৯৭ জন নতুন সদস্যের মধ্যে রয়েছেন কাজল, সুরিয়া, পরিচালক সুস্মিত ঘোষ, রিন্টু থমাস এবং লেখক-চলচ্চিত্র নির্মাতা রিমা কাগতি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবার গভীর রাতে অ্যাকাডেমি তার ওয়েবসাইটে একটি বিবৃতিতে জানিয়েছে যে, তালিকায় এমন কয়েকজন শিল্পীদের অন্তর্ভুক্ত করা হয়েছে যারা থিয়েটার মোশন পিকচারে তাঁদের অবদানের মাধ্য়মে বিনোদন জগতে নিজের নাম উজ্জ্বল করেছেন। 


সদস্যপদ নির্বাচন করা হয়েছে পেশাদার যোগ্যতার উপর ভিত্তি করে। অ্যাকাডেমি বিবৃতিতে বলেছে, '২০২২ সালে ৪৪% নারী, ৩৭% জাতিগত নিম্ন সম্প্রদায়ের অন্তর্গত এবং ৫০% মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরের ৫৩টি দেশের।'অভিনেতাদের মধ্যে আমন্ত্রণ পেয়েছেন কাজল যিনি বাজিগর, দুশমন, দিলওয়ালে দুনহানিয়া লে যায়েঙ্গে থেকে শুরু করে মাই নেম ইজ খানের মতো একাধিক জনপ্রিয় ছবি দর্শকদের উপহার দিয়েছেন। আরেক অভিনেতা হলেন সুরিয়া, এ বছর অস্কারে তাঁর ছবি জয় ভীম প্রশংসা কুড়িয়ে নিয়েছিল। 


সুস্মিত ঘোষ এবং রিন্টু থমাসের রাইটিং উইথ ফায়ার এই বছরের একাডেমি অ্যাওয়ার্ডে সেরা ডকুমেন্টারি ফিচার বিভাগে মনোনীত হয়েছিল, তাঁরা ডকুমেন্টারি শাখায় অন্তর্ভুক্ত। রিমা কাগতি 'তালাশ', 'গল্লি বয়' এবং 'গোল্ড'-র মতো হিন্দি সিনেমার জন্য পরিচিত তিনি লেখক ক্যাটেগরিতে যোগ দিতে চলেছেন৷ ভারতীয় সিনে দুনিয়া থেকে অস্কার বিজয়ী এ আর রহমান, মেগাস্টার অমিতাভ বচ্চন, সুপারস্টার শাহরুখ খান, বিদ্যা বালান, আমির খান, সলমান খানের পাশাপাশি প্রযোজক আদিত্য চোপড়া, গুনীত মঙ্গা, একতা কাপুর এবং শোভা কাপুর ইতিমধ্যে অ্যাকাডেমির সদস্য।


আরও পড়ুন: Kuler Achar: সম্পর্কের কুলের আচার, দেখেছেন?


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)