নিজস্ব প্রতিবেদন: বাংলা হিন্দি মিলিয়ে পুজোয় মুক্তি পেয়েছে নটি ছবি। একইসঙ্গে মহালয়ার দিন ধুমধাম করে লঞ্চ হয়েছে সত্রাজিত্‍ সেনের প্রথম পরিচালিত ছবি মাইকেলের লোগো এবং টিজার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শহরের এক শপিং কমপ্লেক্সে মহালয়ার দিন হাজির হয়েছিল একঝাঁক তারকা। সত্রাজিত্‍ সেনের প্রথম পরিচালিত ছবি মাইকেলের টিজার এবং লোগো লঞ্চে হাজির হয়েছিলেন প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায় এবং সৃজিত মুখার্জি। মাইকেল, সিনেমার ভিতর সিনেমা তৈরির গল্প। মাইকেলের নাম ভূমিকায় মীর। ২০১৫-তে শুরু হয়েছে ছবি তৈরির কাজ। ঠিক ঠাক ভাবে এগোলে সেই বছরই মুক্তি পেত। এমনটাই জানাচ্ছেন পরিচালক। মীর ছাড়াও অভিনয় করছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, স্বস্তিকা সহ আরও অনেকে। আগামী নভেম্বরে মুক্তি পাবে মাইকেল।


আরও পড়ূন- কপিলের বায়োপিকে ৮৩'র বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অধিনায়কের ভূমিকায় রণবীর সিং