চলে গেলেন নাট্যকর্মী শোভা সেন
ওয়েব ডেস্ক : চলে গেলেন শোভা সেন। গননাট্য আন্দোলনের নেত্রী থেকে কিংবদন্তী অভিনেত্রী হয়ে উঠেছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। একাধিক নাটক ও ছবিতে কাজ করেছেন শোভা সেন।
উত্পল দত্ত জায়া শোভা সেনের জন্ম হয়েছিল বাংলাদেশের ফরিদপুরে। কলকাতার বেথুন কলেজ থেকে স্নাতক হওয়ার পর তিনি গণনাট্য সংস্থায় যোগ দেন। তাঁর প্রথম নটক নবান্ন। ১৯৫৩-৫৪ সালে তিনি 'লিটল থিয়েটার গ্রুপ'। পরে যা 'পিপলস থিয়েটার গ্রুপ' নামে পরিচিত হয়।
নবান্ন ছাড়াও তিনি ব্যারিকেড, টিনের তলোয়ার, তিতুমিরের মতো নাটকে অভিনয় করেছেন।
আরও পড়ুন- সেন্সর বোর্ডের চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হল পহলাজ নিহালনিকে
ছোটো পর্দায় তাঁর পদার্পণ ১৯৫৫ সালে প্রফুল্ল চক্রবর্তীর ছবি ভগবান শ্রী রামকৃষ্ণ দিয়ে। এরপর ঋত্বিক ঘটকের বেদেনী, মৃণাল সেনের এক অধুরি কাহানি, উত্পল দত্তের ঝড়ের মতো ছবিতে কাজ করেছেন শোভা সেন। ২০১০ সালে তিনি মাদার টেরেজা আন্তর্জাতিক পুরস্কার পান।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট বার্তায় তিনি শোভা সেনের পরিবারকে সমবেদনা জ্ঞাপণ করেন।
শোভা সেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। টুইটে তিনি তাঁর শোক জ্ঞাপণ করেছেন।