`ভারত`-এর আথেয়া গানে মুগ্ধ করছে সলমন-ক্যাটরিনার রসায়ন
`চাশনি`র পর এবার ভারতের `আথেয়া` গানে মুগ্ধ করল সলমন ক্যাটরিনার রসায়ন।
নিজস্ব প্রতিবেদন: সেজে উঠেছে বিয়ের মণ্ডপ। সেখানে উপস্থিত সলমন-ক্যাটরিনা একে অপরে মুগ্ধ। 'চাশনি'র পর এবার ভারতের 'আথেয়া' গানে মুগ্ধ করল সলমন ক্যাটরিনার রসায়ন।
বৃহস্পতিবারই মুক্তি পেয়েছেন সলমন-ক্যাটরিনা জুটির 'ভারত' ছবির নতুন গান 'আথেয়া'। গানটি টুইটারে শেয়ার করে সলমন লিখেছেন, ''এই বৈদ্যুতিন যুগে এক্কেবারে দেশি বিয়ের গান।'' আর গানের শুরুতে শোনা যাচ্ছে বিশেষ ডায়ালগ যেখানে ভরত রূপী সলমন বলছেন ১৯৮৩ সালে দেশ বিশ্বকাপ জিতেছিল আর ভারত দিল হারিয়ে বসলো।
আরও পড়ুন-রসিক রবীন্দ্রনাথ ও কিছু মজার ঘটনা
আরও পড়ুন-পাকিস্তানের পতাকা গায়ে জড়িয়ে ঘোরার জন্য আক্রমণের মুখে রাখি সাওয়ান্ত