নিজস্ব প্রতিবেদন : ‘কমেডি কুইন’ বলা হয় তাঁকে। টেলিভিশনে স্ক্রিনে যখন তিনি হাজির হন, তখন না হেসে থাকাটাই যেন দায় হয়ে পড়ে। বুঝতেই পারছেন ভারতী সিং-এর কথাই বলা হচ্ছে। কিন্তু, ‘কমেডি কুইন’ ভারতী সিং এবার যা বললেন, তা শুনলে চোখে জল আসবে আপনারও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : 'ভির দি ওয়েডিং' মুক্তির আগে কী করছেন করিনা


সম্প্রতি একটি টেলিভিশন শো-এ হাজির হয়ে ভারতী সিং বলেন, তিনি পৃথিবীতে আসুন, এটা চাইতেন না তাঁর মা। তাঁর আসার আগে গর্ভপাত করাতে চেয়েছিলেন মা। কেন ভারতী সিং-এর মা ওই সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন, তাও খোলসা করেন টেলিভিশনের ‘কমেডি কুইন’।


তিনি বলেন, ওই সময় তাঁদের অর্থনৈতিক অবস্থা একেবারেই ভাল ছিল না। সেই কারণেই তাঁর মা ওই সিদ্ধান্ত নেওয়ার কথা ভেবেছিলেন বলেও মন্তব্য করেন ভারতী সিং। পাশাপাশি ভারতী আরও বলেন, বর্তমানে তাঁকে নিয়ে গর্বিত তাঁর মা। সবটাই তাঁর কাজের জন্য বলেও জানান ‘কমেডি কুইন’।  


আরও পড়ুন : রণবীরের সঙ্গে আলিয়ার সম্পর্ক, বিস্ফোরক দীপিকা


সম্প্রতি দীর্ঘদিনের বন্ধু হর্ষ লিম্বাচিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন ভারতী সিং। গোয়ায় বসে ভারতী এবং হর্ষের বিয়ের আসর।