পায়েল মুখার্জী, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সামনেই মুক্তি পেতে চলেছে অজয় ​​দেবগণের 'ভোলা'। এর আগে দৃশ্যম ২-তে বড়পর্দায় এসেছিলেন অজয়। টাবুর সঙ্গে অজয়ের যুগলবন্দী পর্দায় সুপারহিটও। ফের   একবার সিলভার স্ক্রিনে দেখা যাবে অজয়-টাবু জুটিকে। এই ছবির পরিচালক এবং প্রযোজক স্বয়ং অজয় ​​দেবগণ। এই নিয়ে চতুর্থ ছবি পরিচালনা করছেন সিংহম অভিনেতা। এর আগে তাঁর পরিচালনায় ইউ মি অর হাম, শিবায়, রানওয়ে ৩৪ মুক্তি পেয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর নতুন ছবির পোস্টার শেয়ার করেছেন অজয়। ক্য়াপশনে লিখেছেন- 'ভোলা, দ্য স্টোরি অফ এ ওয়ান ম্যান আর্মি।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Shah Rukh Khan: 'তোমার থেকে বেশি ট্যালেন্টেড', ইরফানের 'ছোট্ট পাঠান'-এর প্রশংসায় শাহরুখ


ভোলা তামিল হিট 'কাইথি'- ছবির অফিসিয়াল হিন্দি রিমেক। ছবিতে অজয়-টাবু ছাড়াও নতুন চরিত্রে ধরা দেবেন দীপক ডোবরিয়াল। এক শিব ভক্তকে ঘিরে আবর্তিত হবে এই ছবির চিত্রনাট্য। বিভিন্নভাবে সেই ব্য়ক্তিকে ভিলেনদের সঙ্গে লড়াই করতেও দেখা যাবে। ছবিতে মুখ্য় ভূমিকায় অভিনয় করছেন অজয়। 'ভোলা' চারিত্রিক বৈশিষ্ট্যে একেবারে নির্ভীক। যে কোনও ধরনের চ্যালেঞ্জের জন্য সবসময় প্রস্তুত সে। অন্য়দিকে টাবুকে দেখা যাবে এক আইপিএস অফিসারের ভূমিকায়। 


এছাড়াও ছবিতে সঞ্জয় মিশ্র, বিনীত কুমার এবং গজরাজ রাও মতো অভিনেতারা রয়েছেন। অজয় নিজেই সোশ্যাল মিডিয়ায় এই ছবির টিজার ভিডিয়ো পোস্ট করেছিলেন। টিজারে দেখা যায় দুর্দান্ত অ্যাকশনের কিছু দৃশ্য়ও। সেখানে একটি দৃশ্যে ত্রিশূল ঘোরাচ্ছেন অ্যাকশন হিরো অজয়। সব মিলিয়ে এই  ছবির জন্য অপেক্ষা ধরে রাখতে পারছেন না অজয়ের অনুরাগীরা। 


আরও পড়ুন, Jeet| Chengiz: নীরজ পাণ্ডের হাত ধরে বলিউডে 'চেঙ্গিজ' জিৎ, নেটপাড়ায় ঝড় তুলেছে হিন্দি টিজার...


মূল ছবি 'কাইথি'-র গল্পটি তৈরি হয়েছিল এক ব্য়ক্তির জীবনকে কেন্দ্র করে। জেল থেকে মুক্তি পাওয়ার পর সবার আগে তাঁর মেয়ের  সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু তাঁর পথের বাধা হয়ে দাঁড়ায় পুলিস এবং মাফিয়ারা। তাঁদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের কাহিনিই দেখা গিয়েছিল সিলভার স্ক্রিনে। 


ছবিতে স্টাইলিস্ট রাধিকা মেহরা কীভাবে ছবির খলনায়ক-সহ সকল অভিনেতাদের একটু অন্যভাবে এই সিনেমায় তুলে ধেরেছেন সে বিষয় অজয় ​​মুখ খুলেছেন। তিনি জানান যে এই ফিল্মে ভোলার মুখোমুখি হওয়া প্রতিটি চরিত্রের আলাদা আলাদা পরিচয় তৈরি করাটাই তাঁর উদ্দেশ্য় ছিল। তিনি আরও বলেন,'ভোলার জীবনে সবথেকে বড় পাগল সে নিজে, ভিলেনরা সেখানেই নগন্য।' আগামী ৩০ মার্চ মুক্তি পাবে বহু প্রতিক্ষীত এই ছবি। দর্শকের এই ছবি কেমন লাগে এখন সেটাই দেখার।


 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)