নিজস্ব প্রতিবেদন : ​সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর প্রিয় অভিনেতার স্মরণে এবং তাঁকে শ্রদ্ধা জানাতে এক অভিনব পরিকল্পনা করেন পরিচালক অভিষেক কাপুর এবং তাঁর স্ত্রী প্রজ্ঞা কাপুর। সুশান্তের স্মরণে ৩,৪০০ পরিবারের পেট ভরানোর দায়িত্ব নেন পরিচালক এবং তাঁর স্ত্রী। অভিষেক কাপুর এবং প্রজ্ঞা কাপুরের সেই উদ্যোগে সামিল হলেন এবার অভিনেত্রী ভূমি পেদনেকর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : সুশান্তের বিরুদ্ধে #MeToo-র মিথ্যে অভিযোগ এনে মনোবল ভেঙে দেওয়া হয়, অভিযোগে সরব কঙ্গনা


রিপোর্টে প্রকাশ, অভিষেক-প্রজ্ঞার সঙ্গে হাত মিলিয়ে ৫৫০টি পরিবারের পেট ভরানোর দায়িত্ব নেন ভূমি। করোনা ভাইরাস এবং লকডাউনের জেরে বিপর্যস্ত পরিবারের পেট ভরানোর দায়িত্ব নিয়েছিলেন সুশান্তের কেদারনাথের পরিচালক। এবার তাঁদের সঙ্গে হাত মেলান ভূমি। একসাথ ফাউন্ডেশন নামে একটি সংস্থার সঙ্গে হাত মিলিয়েই ওই দায়িত্ব নেওয়া হয়।


আরও পড়ুন : কেউ তাঁকে শেষ করে দিতে চাইছেন, মৃত্যুর আগে বন্ধুদের প্রায়ই বলতেন সুশান্ত!


দেখুন...


 



প্রসঙ্গত পরিচালক অভিষেক কাপুরের সিনেমা কেদারনাথ দিয়ে বলিউডে পা রাখেন সারা আলি খান। সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ওই সিনেমায় স্ক্রিন শেয়ার করেন সইফ-কন্যা।