নিজস্ব প্রতিবেদন : করোনা ভাইরাস মোকাবিলায় বড় পদক্ষেপ নিলেন জনপ্রিয়  ইউটিউবার ভুবন বাম। চলতি বছরের মার্চ মাসে ইউটিউব থেকে তাঁর যা রোজগার হয়েছে, তার সবটাই করোনা মেকাবিলায় ত্রাণ তহবিলে ভুবন বাম তুলে দিয়েছেন বলে খবর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন  : কেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করছেন না সইফ-করিনা! কটাক্ষের মুখে সেলেব জুটি


রিপোর্ট প্রকাশ, গত মার্চ মাসে ভুবন বামের আয়ের ১০ লক্ষ টাকাই তিনি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবলি এবং ফিডিং ইন্ডিয়া নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার হাতে তুলে দিয়েছেন। জানা যাচ্ছে, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৪ লক্ষ, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৪ লক্ষ এবং ফিডিং ইন্ডিয়ার তহবিলে নগদ ২ লক্ষ তুলে দেন জনপ্রিয় এই ইউটিউবার। বর্তমানে যে পরিস্থিতির সঙ্গে গোটা বিশ্ব লড়াই করছে, তাতে একযোগে সবাইকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেন ভুবন বাম। 


আরও পড়ুন : বাদুড়, প্যাঙ্গোলিনের মাংস বিক্রির বাজার খুলে দিল চিন; রাগ, ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী


ভুবন বামের পাশাপাশি করোনা মোকাবিলায় এবার এগিয়ে এলেন বলিউডের ধকধক গার্ল মাধুরী দিক্ষীত এবং তাঁর স্বামী শ্রীরাম নেনে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল এবং মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদানের অর্থ তুলে দেন এই দম্পতি।