নিজস্ব প্রতিবেদন : বিগ বস ১১-র প্রিয়াঙ্ক শর্মাকে মনে আছে? এবার ভাইরাল হল প্রিয়াঙ্ক-এর মায়ের একটি ভিডিও। কেন প্রিয়াঙ্ক-এর মা-এর ভিডিও ভাইরাল হল জানেন?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সম্প্রতি প্রিয়াঙ্ক-এর মা স্পষ্ট জানিয়ে দেন, ছেলে যদি আর একটাও জামা বা জুতো বাড়িতে আনে, তাহলে তিনি সেগুলি সব ছুড়ে ফেলে দেবেন। আর কোনও জামা বা জুতো তিনি বাড়িতে রাখবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন প্রিয়াঙ্ক-এর মা। কোনওভাবে প্রিয়াঙ্ক যদি আর কোনও জামা কিংবা জুতো কিনে বাড়িতে ঢোকেন, তাহলে কোনওভাবেই তিনি সেগুলি ওয়ার্ডরোবে রাখবেন না বলে হুমকি দেন।


আরও পড়ুন : ৩ দিনে কত কোটির ব্যবসা করল অক্ষয় কুমারের 'প্যাডম্যান', দেখুন 


তবে, বিগ বস-এর প্রতিযোগীর মা যখন ওই কথা বলছিলেন, তখন ক্যামেরা যে তাক করে রাখা ছিল তাঁর দিকে, তা তিনি খেয়াল করেননি। ওই ভিডিও রেকর্ড হওয়ার পর পরই তা সোশ্যাল সাইটে আপলোড করে দেন প্রিয়াঙ্ক। সোশ্যাল সাইটে শেয়ারের পর পরই ওই ভিডিও ভাইরাল হয়ে যায়।


দেখুন সেই ভিডিও..