নিজস্ব প্রতিবেদন : লকডাউনের জেরে বিপদে পড়া মানুষদের মুখে খাবার তুলে দিলেন পরশ ছাবড়া এবং মাহিরা শর্মা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-এর নির্দেশ অনুযায়ী উপযুক্ত মাস্কে মুখ ঢেকে পথবাসী এবং শ্রমিক শ্রেণির মানুষকে খাবার বিলি করতে দেখা যায় বিগ বসের এই দুই প্রাক্তন প্রতিযোগীকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : বেগুনি লেহঙায় হাসছেন খিলখিলিয়ে, ভাইরাল ঐশ্বর্যর ছবি


করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে যে লকডাউন ঘোষণা করা হয়েছে, তার জেরেই রোজগার বন্ধ হয়ে গিয়েছে বহু মানুষের। সেই নিরন্ন মানুষদের মুখে খাবার তুলে দেওয়ার উদ্যোগ নিলেন পরশ ছাবড়া এবং মাহিরা শর্মা। পথবাসী মানুষদের হাতে রান্না করা খাবার তুলে দেন দেন। পরশ এবং মাহিরার এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হু হু করে ভাইরাল হয়ে যায়।


দেখুন ভিডিয়ো.. 


 



তবে কোনও প্রচার পাওয়ার জন্য তাঁরা এই কাজ করেননি। মানুষের পেটে খাবারের জোগান দেওয়ার জন্যই নির্ধারিত দূরত্ব বজায় রেখেই তিনি এবং মাহিরা খাবার বিলি করেন বলে জানান পরশ।