ব্যুরো: এবার প্রকাশ্যেই বলিউড স্টার অনুষ্কা শর্মা তাঁর বিয়ের কথা জানালেন। সব মেয়েদের মতই তিনিও একদিন বিয়ে করবেন। কিন্তু কবে সেটা তিনিও জানেন না। 



সংবাদমাধ্যমের কাছে অনুষ্কা-বিরাটের সম্পর্ক হট কেক। নিজের সম্পর্ক লুকিয়েও রাখেননি এই সুলতান স্টার। ইদানিং বেশ কয়েকবার একসঙ্গে দেখা গেছে বিরুষ্কাকে। যুবরাজের বিয়েতেই স্বমহিমায় ক্যামেরাবন্দী হয়েছেন বিরাট-অনুষ্কা। মণীশ মলহোত্রার জন্মদিনের পার্টিতেও বিরাটকে হাত ধরে টেনে এনে মিডিয়ার সামনে পোজ দেওয়াচ্ছিলেন অনুষ্কা। সেই ছবিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অবশ্য কেরিয়ারের চুড়ায় থাকা অনুষ্কা জানিয়েছেন এখনই বিয়ে করতে চান না তিনি। যাই হোক তবে আমাদের মতে শুভস্য শীঘ্রম- শুনছেন কি বিরুষ্কা?