Manoj Tiwari: লক্ষ্মীর পর ঘরে সরস্বতী, ৫১ বছরে ফের বাবা হলেন বিজেপি নেতা-অভিনেতা মনোজ
Manoj Tiwari: গত মাসেই স্ত্রীয়ের সাধভক্ষণের ছবি শেয়ার করেছিলেন মনোজ তিওয়ারি। সেখানে স্ত্রীয়ের সঙ্গে উচ্ছ্বসিত দেখাচ্ছিল মনোজকেও। একসঙ্গে হাসিখুশি বেশ কয়েকটি ছবি পোস্ট করেছিলেন অভিনেতা।
Manoj Tiwari, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় সুখবর দিলেন বিজেপি নেতা ও ভোজপুরী সুপারস্টার মনোজ তিওয়ারি। সোমবার সকালে কন্যা সন্তানের জন্ম দেন তাঁর স্ত্রী সুরভী তিওয়ারি। হাসপাতাল থেকেই ছবি পোস্ট করেন অভিনেতা। ছবির ক্যাপশনেই সুখবর জানান মনোজ। এদিন দ্বিতীয় সন্তানের জন্ম দেন সুরভী। যদিও মনোজের এটি তৃতীয় সন্তান। মনোজ তিওয়ারি হিন্দিতে লেখেন, ‘প্রথমে আমাদের জীবনে লক্ষ্মী এসেছিল, এবার সরস্বতী।’ ৫১ বছর বয়সী এই তারকা তাঁর সোশ্যাল মিডিয়া ফলোয়ারদের আশীর্বাদও প্রার্থনা করেছেন।
আরও পড়ুন-Ankush: বন্ধুর জন্মদিনে পার্টিতে একসঙ্গে অঙ্কুশ-ঐন্দ্রিলা, ছবি শেয়ার করলেন তৃণা
অনেক শুভাকাঙ্ক্ষীই শুভেচ্ছা জানিয়েছেন তিওয়ারি দম্পতিকে। ইউনিয়ন মন্ত্রী ড. সুভাস সরকার শুভেচ্ছা জানিয়েছেন মনোজ তিওয়ারিকে। মনীশ শর্মা লিখেছেন, ‘শুভেচ্ছা মনোজজি ও সুরভীজি। আপনার কন্যা সন্তানকে শ্রীকৃষ্ণ আশীর্বাদে ভরিয়ে দিক।’ গত মাসেই স্ত্রীয়ের সাধভক্ষণের ছবি শেয়ার করেছিলেন মনোজ তিওয়ারি। সেখানে স্ত্রীয়ের সঙ্গে উচ্ছ্বসিত দেখাচ্ছিল মনোজকেও। একসঙ্গে হাসিখুশি বেশ কয়েকটি ছবি পোস্ট করেছিলেন অভিনেতা।
আরও পড়ুন- Tv Actress Divorce: বছর ঘুরতেই বিয়ে ভাঙছেন ছোটপর্দার জনপ্রিয় নায়িকা, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রীর
সাধভক্ষণের অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলেন অনেকেই। ভিডিয়োতে দেখা যায় হবু বাবা-মাকে শুভেচ্ছা জানাচ্ছেন অনেকেই। সেখানে মনোজ তিওয়ারি ও তাঁর স্ত্রী সুরভী তিওয়ারির সঙ্গে দেখা যায় তাঁর প্রথম সন্তান সানবিকাকেও। সুরভী হলেন মনোজ তিওয়ারির দ্বিতীয় স্ত্রী। ২০১২ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন তাঁরা। ২০২০ সালে প্রথম সন্তানের জন্ম দেন সুরভী। তাঁর আগে ১৯৯৯ সালে রানি তিওয়ারিতে বিয়ে করেছিলেন মনোজ। ১১ বছর সংসার করার পর বিচ্ছেদ ঘোষণা করেছিলেন তাঁরা।