নিজস্ব প্রতিবেদন : তুর্কীরাও (Taimur) তৈমুরকে নিষ্ঠুর হিসেবে চিহ্নিত করেন। অথচ, বেশ কিছু মানুষ নিজেদের ছেলের নাম তৈমুরই রাখেন। সইফ আলি খান-কে সম্প্রতি এভাবেই কটাক্ষ করেন (BJP) বিজেপির মুখপাত্র মীনাক্ষি লেখি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



তানাজির প্রমোশনে হাজির হয়ে ভারতবর্ষ নিয়ে বিতর্কিত মন্তব্য করেন সইফ আলি খান। তানাজি-তে ইতিহাসের যে তথ্য তুলে ধরা হয়েছে, তার প্রেক্ষিতে যে বিতর্ক শুরু হয়, তা নিয়ে সইফকে ওই সাক্ষাতকারে করা হয় প্রশ্ন। যার উত্তরে সইফ বলেন, ''এত কিছু ভেবে আমি ছবি করিনি। আমি শুধু আমার চরিত্র নিয়ে উচ্ছ্বসিত ছিলাম। চরিত্রের জন্যই আমি তানাজিতে অভিনয় করি। ইতিহাস কী, তা আমি জানি। আর আমার মনে হয় না ব্রিটিশরা আসার আগে ভারতবর্ষের সেই অর্থে কোনও অস্তিত্ব ছিল বলে।'' 


আরও পড়ুন : JNU-তে 'টুকরে টুকরে গ্যাঙ'-এর পাশে কীভাবে দাঁড়ালেন দীপিকা? ঝাঁঝিয়ে উঠলেন কঙ্গনা
সইফ আলি খানের ওই মন্তব্যের পর থেকেই জোর বিতর্ক শুরু হয়ে যায়। নেটিজেনরাও যেমন (Saif Ali Khan) সইফকে কটাক্ষ করতে শুরু করেন, তেমনি কঙ্গনা রানাউতও ফুঁসে ওঠেন সইফ আলি খানের বিরুদ্ধে। এমনকী, নেটিজেনদের নিশানা থেকে বাদ পড়েননি সইফ-পুত্র তৈমুরও।