JNU-তে 'টুকরে টুকরে গ্যাঙ'-এর পাশে কীভাবে দাঁড়ালেন দীপিকা? ঝাঁঝিয়ে উঠলেন কঙ্গনা

 কঙ্গনার প্রশ্নের প্রক্ষিতে দীপিকা কোনও মন্তব্য করেননি 

Edited By: জয়িতা বসু | Updated By: Jan 22, 2020, 10:44 AM IST
JNU-তে 'টুকরে টুকরে গ্যাঙ'-এর পাশে কীভাবে দাঁড়ালেন দীপিকা? ঝাঁঝিয়ে উঠলেন কঙ্গনা

নিজস্ব প্রতিবেদন : JNU-তে গিয়ে  (‘Tukde-Tukde’ Gang) 'টুকরে টুকরে গ্যাঙ'-এর পাশে দাঁড়িয়েছেন দীপিকা পাডুকন। গণতান্ত্রিক দেশের একজন দায়িত্ববান নাগরিক হয়ে দীপিকা কীভাবে অগণতান্ত্রিক কাজ করতে পারেন? এমন অভিযোগ তুলে এবার দীপিকা পাডুকনের বিরুদ্ধে জোর সমালোচনা শুরু করলেন (Kangana Ranaut) কঙ্গনা রানাউত।
সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কঙ্গনা বলেন, জওহরলাল নেহরু বিশ্ববিদ্য়ালয়ে হাজির হয়ে দীপিকা কীভাবে টুকরে টুকরে গ্যাঙের পাশে দাঁড়েত পারেন বলে প্রশ্ন তোলেন কঙ্গনা। যদিও পঙ্গা অভিনেত্রীর আক্রমণের পর এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করেননি 'ছপক' অভিনেত্রী।

আরও পড়ুন : সারা শরীরে লিপস্টিকের দাগ, সইফ আলি খানের গোপন ছবি দেখে জোর গুঞ্জন
এদিকে ছপক-এর প্রমোশনের জন্যই (Deepika Padukone) দীপিকা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হাজির হয়েছেন বলে নেটিজেনদের একাংশের তরফে জোর সমালোচনা শুরু করা হয় তাঁর বিরুদ্ধে। যদিও এসব নিয়ে দীপ্পি কখনও কোনও মন্তব্য করেননি।
অন্যদিকে,  'টুকরে টুকরে গ্যাঙ' কী বলে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে জানতে চান ছাত্র নেতা সাকেত গোখেল। যার জবাবে স্বরাষ্ট্র মন্ত্রকে এক কথায় উত্তর দেয়, তাদের কাছে এ সম্পর্কে কোনও তথ্য নেই। এরপরই গোখেল বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী তা হলে মিথ্যে কথা বলছেন। নির্বাচন কমিশনের গিয়ে তাঁর সাংসদ পদ খারিজ করার আর্জি জানাবো।

.