কৃষ্ণসার হত্যা মামলা : দোষী সাব্যস্ত সলমন খান
কৃষ্ণসার হরিণ শিকার মামলায় দোষী সাব্যস্ত সলমন খান। কিন্তু, বাকিরা প্রত্যেকে বেকসুর খালাস বলে ঘোষণা করা হয়েছে
নিজস্ব প্রতিবেদন : কৃষ্ণসার হরিণ শিকার মামলায় ধাক্কা খেলেন সলমন খান। যোধপুর আদালতের তরফে এই মামলায় আজ দোষী সাব্যস্ত করা হল সলমন খানকে। বণ্যপ্রাণ সংরক্ষণ আইনের ৯/৫১-এর ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে সলমনকে। কিন্তু, বাকিরা প্রত্যেকে বেকসুর খালাস বলে ঘোষণা করা হয়েছে। এদিকে সলমনের সাজা কমানোর জন্য তাঁর আইনজীবীর তরফে আর্জি জানানো হয়েছে। পাশাপাশি সলমনকে এবার রাজস্থান সেন্ট্রাল জেলে পাঠানো হতে পারে বলে খবর। প্রসঙ্গত ওই জেলেই রয়েছেন ধর্ষণে অভিযুক্ত আশারাম বাপু।
আরও পড়ুন : 'আমার ভালবাসা সব সময় সলমনের সঙ্গে রয়েছে', বললেন রানি
১৯৯৮ সালের ২ অক্টোবর ‘হাম সাথ সাথ হ্যায়’-এর শুটিংয়ের সময় যোধপুরে গিয়ে ঝামেলায় জড়ান সলমন খান। রাজস্থানের যোধপুরের কঙ্কনিতে বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ শিকার করেন সলমন খান, সইফ আলি খান, সোনালি বেন্দ্রে এবং তব্বু। ওই ঘটনার পরই মামলা দায়ের করা হয় সলমন, সইফদের বিরুদ্ধে। দীর্ঘ ১৯ বছর ধরে মামলা চলার পর ৫ এপ্রিল রায় ঘোষণা করা হবে বলে জানানো হয়।