নিজস্ব প্রতিবেদন : অর্ধনগ্ন হয়ে রাস্তা দিয়ে ছুঁটছেন ইরফান খান। হাতে ব্যাগ, পায়ে জুতো পরে, মুখ ঢেকে দৌঁড়চ্ছেন ইরফান। কাগজের বাক্স দিয়ে তাঁর মুখ ঢাকা। কিন্তু, মুখ ঢেকেই রুদ্ধশ্বাসে রাস্তা দিয়ে ছুটে যাচ্ছেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : ভাইরাল অমিতাভ-জয়ার ছবি


পুলিসের  হাত এড়িয়ে, স্থানীদের পাশ কাটিয়ে যেন প্রাণপোনে দৌঁড়চ্ছেন ইরফান। কাউকে কোনও কথা না বলেই ছুটে যাচ্ছেন তিনি। অবাক লাগছে শুনে? ইরফান খান ছুটছেন বটে, কিন্তু রিয়েল লাইফে নয়। তাঁর আগামী সিনেমা 'ব্ল্যাকমেল'-এর টিজার মুক্তি পেয়েছে সবে সবে। ওই সিনেমার টিজারেই ইরফান খান-কে দেখা যাচ্ছে ছুটতে।


আরও পড়ুন : আইন ভেঙেছেন কপিল শর্মা, দায়ের অভিযোগ


টিজারে দেখা যাচ্ছে, কারও কোনও কথা না শুনেই রাস্তা দিয়ে রুদ্ধশ্বাসে যখন ইরফান খান ছুটে যাচ্ছেন, সেই সময় তাঁর পিছনে যেন তেড়ে যায় পুলিস এবং স্থানীয়রা। শুরু হয় চিত্কারও। কিন্তু, কোনও কিছুকে তোয়াক্কা না করেই যেন ছুটে যান ইরফান।


আরও পড়ুন : বলিউডের এই অভিনেত্রীর সঙ্গে ভ্যালেন্টাইনস ডে কাটালেন সলমন খান


দেখুন সিনেমার সেই টিজার..


 



'ব্ল্যাকমেল'-এ ইরফান খানের পাশাপাশি রয়েছেন অভিনয় দেও, অপূর্ব সেনগুপ্ত সহ অন্যরা। আগামী ২২ ফেব্রুয়ারি মুক্তি পাবে 'ব্ল্যাকমেল'-এর ট্রেলার। এবং ৬ এপ্রিল মুক্তি পাবে ইরফান খানের সিনেমা 'ব্ল্যাকমেল'।