নিজস্ব প্রতিবেদন : অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) সাধের বাংলো 'প্রতীক্ষা'র একাংশ ভেঙে ফেলতে চলেছে BMC। ANI-সূত্রে, রাস্তা সম্প্রসারণের কাজের কারণেই এই পদক্ষেপ করতে চলেছে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন। ২০১৭ সালেই এবিষয়ে নোটিস জারি করা হয়েছিল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০১৭ সালেই BMC-র তরফে বচ্চন (Bachchan Family) পরিবারকে লিখিতভাবে জানানো হয়েছিল সন্ত দানেশ্বর মার্গ রোডের সম্প্রসারণের কাজের জন্য প্রতীক্ষার বেশকিছু অংশ ভেঙে ফেলতে হবে। প্রতীক্ষা বাংলোর ঠিক কতখানি অংশ ভাঙার প্রয়োজন আছে, সেবিষয়ে এরপর BMC-র তরফে মুম্বই সাবার্বান কালেক্টর সিটি সার্ভে অফিসিয়ালদের একটি সমীক্ষার মাধ্যমে রিপোর্ট দিতে বলা হয়। 


আরও পড়ুন-ঘটা করে বাগদান, ৪ মাসেই বিয়ে ভাঙল অভিনেত্রী Mehreen ও রাজনীতিবিদ Bhavya-র



এদিকে কংগ্রেস কাউন্সিলর, আইনজীবী তুলিপ বরিয়ান মিরান্ডা প্রশ্ন তুলেছেন, ২০১৭ সালে নোটিস পাঠানোর পরও কেন প্রতীক্ষা ভাঙতে এতদিন সময় লাগছে? শুধুমাত্র অমিতাভ বচ্চনের বাংলো বলেই কি রাস্তা সম্প্রসারণের কাজ এতদিন থেমে রয়েছে?  সাধরণ মানুষের জায়গা হলে, সেটা তো সঙ্গে সঙ্গেই দখল করে নেওয়া হয়। অথচ পুর আইন বলছে, রাস্তা সম্প্রসারণের ক্ষেত্রে নোটিস জারির পর দ্বিতীবার আবেদনের প্রয়োজন পড়ে না। 


প্রসঙ্গত ১৯৭৬ সালে কেনা হয়েছিল 'প্রতীক্ষা' বাংলোটি। এর নামকরণ করেছিলেন হরিবংশ রাই বচ্চন। প্রতীক্ষার সঙ্গে জড়িয়ে রয়েছে বচ্চন পরিবারের বহু স্মৃতি। এখানেই বিগ বি-র বাবা হরিবংশ রাই বচ্চন ও মা তেজি বচ্চন থাকতেন। তাঁদের মৃত্যুও এই বাড়িতেই হয়। এমনকি শ্বেতা, অভিষেকের বিয়ের আসরও বসেছিল 'প্রতীক্ষা'য়। এটাই মুম্বইয়ে কেনা বচ্চন পরিবারের প্রথম বাড়ি। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)