Saswata-র জুতোয় পা গলিয়ে অনুরাগীদের মন জয় Abhishekর, প্রকাশ্যে বব Bob Biswasর ট্রেলার
খুন করতে ভুলে গেছেন বব বিশ্বাস? নাকি সবটাই অভিনয়, জানা যাবে শীঘ্রই
নিজস্ব প্রতিবেদন: সুজয় ঘোষের কাহানির অন্যতম সেরা দৃশ্যে বব বিশ্বাস (Bob Biswas), এতে কোনও সন্দেহের অবকাশ নেই। বব একটার পর একটা নৃশংস খুন করে চলেছে। আচমকা এসে নমস্কার, বব বিশ্বাস, এক মিনিট, এই কথোপকথন কানে এলেই হাত পা ঠাণ্ডা হয়ে আসছিল দর্শকের। প্রেক্ষাগৃহে বসে ‘বব বিশ্বাস’ নাম শুনলেই চমকে উঠেছিলেন মানুষ, ভয় ঘৃণা মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। একদিকে যেমন শাশ্বতর অভিনয়ের প্রশংসা,অন্য়দিকে বব বিশ্বাস চরিত্রকে মনে মনে খুন করেছেন অনেকেই। সেই বব বিশ্বাস ফিরছেন আবার। এবার নয়া অবতারে। স্ক্রিনের বব বিশ্বাসের স্বভাব এক থাকলেও বদলেছে অভিনেতা। শাশ্বতর (Saswata Chatterjee) জুতোয় পা গলিয়ে তাঁর তৈরি করা চরিত্রে এবার অভিষেক বচ্চন (Abhishek Bachchan)।
ছবির ট্রেলার বের হতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে বব। গল্পে দেখা যাচ্ছে স্মৃতিশক্তি নষ্ট হয়ে গিয়েছে বব বিশ্বাসের। সুপারি কিলার ববের দল অবশ্য তাঁকে ছাড়বেনা, ফলে স্মৃতিশক্তি ফেরাতে মরিয়া তাঁরা। একের পর এক খুন, খুনের স্টাইল দেখেই কী স্মৃতি ফিরবে বব বিশ্বাসের? নাকি সবটাই অভিনয়? জানতে গেলে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। অভিষেকের স্ত্রীর ভূমিকায় নজর কেড়েছেন অভিনেতা চিত্রাঙ্গদা সিং। অন্যান্য চরিত্রে দেখা যাচ্ছে একঝাঁক টলি তারকাকে। রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্ত, দিতিপ্রিয়া রায়, বরুণ চন্দ।
আরও পড়ুন: Twaritaর নতুন ক্যাফেতে হাজির Madan Mitra, পকেটফ্রেন্ডলি অটোওয়ালায় জমল আড্ডা
রেড চিলিজ এন্টারটেনমেন্টের প্রযোজনায় দিয়া অন্নপূর্ণা ঘোষের পরিচালনায় তৈরি হয়েছে এই ছবি জি ফাইভে স্ক্রিমিং শুরু হবে। ছবির সঙ্গীত পরিচালনায় অনুপম রায়। ট্রেলার মুক্তির পর থেকে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া। একদল যখন বলছে অভিষেকের করা অন্যতম সেরা অভিনয় হতে চলেছে বব, ট্রেলারের ঝলক দেখে জুনিয়র বচ্চনের অনুরাগীদের তাই মত। অন্যদিকে আবার একদল বলছেন বব বিশ্বাস মানেই শাশ্বত চট্টোপাধ্যায়, অন্য় কাউকে ভাবতে পারি না। সবমিলিয়ে ছবি নিয়ে প্রত্যাশা তুঙ্গে। ৩ ডিসেম্বর থেকে বব বিশ্বাস ছবির স্ট্রিমিং শুরু হবে।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)