নিজস্ব প্রতিবেদন: গোটা এক বছর পেরিয়ে করোনার দাপট এখনও বিরাজমান। মহামারি রুখতে যখন হাবুডাবু খাচ্ছে গোটা বিশ্ব তখন অভিনেতা ববি দেওল (Bobby Deol) আগেই জানতেন করোনার কথা! অন্তত নেটিজেনরা তো তাই মনে করছেন। আর না করারই বা কি আছে? ভাইরাল ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে ঐশ্বর্য রাইয়ের (Aishwarya Rai) নাকে সোয়াব টেস্ট করছেন স্বয়ং ববি দেওল আর তাও সেই ১৯৯৭ সালে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: পর্দার 'রাণীমা'র সঙ্গে রং খেলায় মজে 'রামকৃষ্ণ'


অভিনেতার শেয়ার করা একটি পোস্টে দেখা যাচ্ছে সেই ৯০ এর দশকেই সামাজিক দুরত্ব থেকে হাত ধোয়া সবকিছু অক্ষরে অক্ষরে মেনে চলেছেন ববি। আসলে ১৯৯৭ সালের 'অর পেয়ার হো গেয়া' ছবির  একটি দৃশ্য ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। দেখে মনে হবে ঠিক যেন ঐশ্বর্যের নাকে সোয়াব টেস্ট করছেন ববি দেওল। ব্যাপারটিকে মজার ছলে নিয়েছেন অভিনেতা নিজেও। তাঁর বানানো মিম ইতিমধ্যেই বহু শেয়ারও হয়েছে।


আরও পড়ুন: Covid আক্রান্ত হওয়ার পরও স্ত্রীর সঙ্গে দোল খেলতে ছাড়লেন না Milind Soman



প্রসঙ্গত, 'বচ্চন পান্ডে' (Bachhan Pandey) ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে খুব শীঘ্রই দেখা যাবে ববি দেওলকে। গত বছর জনপ্রিয় ডিজিটাল সিরিজ 'আশ্রম' এ ওটিটি প্ল্যাটফর্মে দেখা গিয়েছিল ববিকে। এছাড়াও নেটফ্লিক্সের Class of '83 তেও অভিনয় করেন ববি।