ওয়েব ডেস্ক : বলি, টলি কিংবা তামিল অথবা তেলেগু কিংবা ভোজপুরী ফিল্ম ইন্ডাস্ট্রির পাশাপাশি আরও একটা ফিল্ম ইন্ডাস্ট্রি রয়েছে আমাদের দেশে। সবার চোখের আড়ালে। কিন্তু বেশ ডালাপালা ছড়িয়েই আছে সেই ইন্ডাস্ট্রি রয়েছে। সেই ফিল্ম ইন্ডাস্ট্রির অন্দরমহলটা ঠিক কেমন? সেটা নিয়েই এবার সিনেমা। সিলভার স্ক্রিনে উঠে এল সেই গল্প।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শাহরুখের মত হয়ে ওঠার স্বপ্ন, কেউ হতে চান মাধুরী, সব স্বপ্নের সলিল সমাধি ঘটেছে। দিতে হয়েছে সর্বস্ব। ইন্ডাস্ট্রির ভিতরেই আরও এক ইন্ডাস্ট্রির গল্প।


স্টারডমের স্বপ্ন দেখেছিলেন। চেয়েছিলেন নামজাদা অভিনেতা-অভিনেত্রী হতে। কিন্তু সেই স্বপ্নটা অধরা থেকে গেছে। সেই স্টারডমের মোহেই বি-গ্রেড ও সি-গ্রেড সিনেমায় অভিনয়ে নামা। ঠিক কেমন হয় তাদের জীবনটা? কী কী জিনিস 'ফেস' করতে হয় তাদের? সবটাই উঠে এসেছে এই গল্পে। বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করেই তৈরি হয়েছে এই সিনেমা। নাম 'অ্যায়সি ওয়ালি পিকচার'। ছবিটি মুক্তি পাবে ৩১ অগাস্ট। দেখুন তার ট্রেলর,