UK PM Rishi Sunak, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত ২০০ বছরের ইতিহাসে ঋষি সুনক হচ্ছেন ব্রিটেনের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, তিনি প্রথম কোনও ভারতীয় বংশোদ্ভূত, অশ্বেতাঙ্গ ও কোনও এশীয় হিন্দু ধর্মাবলম্বী প্রধানমন্ত্রী। লিজ ট্রাসের পর সোমবার প্রধানমন্ত্রী হিসেবে সুনকের নামই চূড়ান্ত করে ফেলল কনজারভেটিভ পার্টি। আগামী ২৮ অক্টোবর ব্রিটেনের সবচেয়ে কমবয়সী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৪২ বছরের ঋষি। সংবাদমাধ্যম সূত্রে খবর, কনজারভেটিভ পার্টির অর্ধেক সদস্যই ভোট দিয়েছেন সুনককে। এই খবরে সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন অমিতাভ বচ্চন, নীতু কাপুর, চিরঞ্জিবী সহ আরও অনেকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা


অমিতাভ বচ্চন নিজের একটি ছবি পোস্ট করেছেন, ট্র্যাকস্যুটে কুল ছবি পোস্ট করে ক্যাপশনে বিগ বি লেখেন, ‘জয় ভারত...এখন ইউকে ভারত থেকে তাঁদের নতুন ভাইসরয় অর্থাৎ প্রধানমন্ত্রী পেল।’ ঋষির নাম দেখে আবেগে ভাসলেন নীতু কাপুর। তিনি লেখেন, ‘ঋষি রাজ সুনক, নাম দেখেই থ্রিল হচ্ছে।’ আরেকটি পোস্টে অভিনেত্রী লেখেন, ‘ব্রিটেনে এখন অমর আকবর অ্যান্টনি পরিস্থিতি। যেখানে মেয়র মুসলিম, রাজা খ্রীষ্টান ও প্রধানমন্ত্রী হিন্দু।’



আরও পড়ুন-Jaya Bachchan: পাপারাৎজিদের অনুপ্রবেশকারী তকমা দিয়ে অপমান করে তাড়ালেন জয়া বচ্চন...



পরিচালক বিবেক অগ্নিহোত্রী ট্যুইটারে লেখেন, ‘ইউকে-র প্রথম হিন্দু প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা। সভ্যতার ন্যায়।’ দক্ষিণী সুপারস্টার চিরঞ্জিবীও তাঁর আনন্দ শেয়ার করে লিখেছেন, ‘কে ভেবেছিল যে ভারত যখন বিট্রেনের থেকে স্বাধীনতার ৭৫ বছর সেলিব্রেট করছে তখন ব্রিটেনের প্রধানমন্ত্রী হচ্ছেন এক ভারতীয় বংশোদ্ভুত ব্যক্তি। ব্রিটিশরা পেল তাঁদের প্রথম হিন্দু প্রধানমন্ত্রী।’ এই তালিকায় অন্য নাম রবিনা ট্যান্ডন। তিনি লেখেন, ‘এই বছর দিওয়ালি আরও স্পেশাল হয়ে উঠেছে। একদিকে ক্রিকেটে ভারতের জয় তো অন্যদিকে ঋষি সুনকের প্রধানমন্ত্রী হওয়া। এটা সকলের জন্যই ভালো সংবাদ। সকলের ইচ্ছে পূরণ হোক, সকলের স্বপ্ন সার্থক হোক।’


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)