ওয়েব ডেস্ক: বয়স মাত্র তেতাল্লিশ, হৃদরোগে আক্রান্ত হয়ে জীবনকে আলবিদা বললেন বলিউড তারকা ইন্দ্র কুমার। আজ রাত দুটো নাগাদ তাঁর মৃত্যু হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন ইন্দ্র কুমারের প্রাক্তন শ্বশুর রাজু কারিয়া। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


'ওয়ান্টেড', এই ছবিতেই শেষ অভিনয় করতে দেখা গিয়েছে ৪৩ বছর বয়সী এই বলিউড তারকাকে। এই ছবিতে বি-টাউনের 'দাবাং বয়' সলমন খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন ইন্দ্র কুমার। তবে এর আগেও 'কহি পেয়ার না হো যায়ে' ছবিতে সলমন খানের সঙ্গে একই স্ক্রিনে দেখা গিয়েছে তাঁকে। সেই ছবিতে অভিনয় করেছেন প্রাক্তন বিশ্ব সুন্দরী সুস্মিতা সেনও। বলিউড ছাড়া বিভিন্ন ধারাবাহিকেও নজর কেড়েছিলেন ইন্দ্র কুমার। বিশেষত 'কিউকি  শ্বাশ ভি কভি  বহু থি', এই ধারাবাহিকে মিহির ভিরানির চরিত্রে গোটা ভারতের মন জয় করেছিলেন তিনি।        


 


ইন্দ্র কুমারের মত একজন দক্ষ কুশীলবের এত অল্প বয়সেই চলে যাওয়াকে কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁর বন্ধুরা। মুম্বইয়ের আন্ধেরিতে নিজের বাসভবনেই আকস্মিক হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়েছে, এই খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে গোটা বলিউডে। * বিয়ে করতে রাজি নন দীপিকা, সম্পর্ক ভাঙলেন রণবীর