জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: মঙ্গলবার রাত ০৮.৩৫-এর মধ্যে উত্তরকাশীর সিল্কিয়ারা টানেলে আটকে পড়া ৪১ জন শ্রমিককে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে বের করে আনা হয়েছে। রাত থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সোশ্যাল মিডিয়া-তে ছড়িয়ে পড়ে শুভেচ্ছার বন্যা। সেই তালিকায় আছেন দেশের একাধিক তারকাও।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে উদ্ধারকারীদের প্রশংসা করেছেন অক্ষয় কুমার থেকে শুরু করে জ্যাকি শ্রফ। তালিকায় আছেন অভিষেক বচ্চনও। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে জানান, ‘উত্তরকাশীর সিল্কিয়ারা টানেলে আটকে পড়া আমাদের ৪১ জন কর্মীকে উদ্ধারের জন্য অক্লান্ত পরিশ্রম করা সমস্ত উদ্ধারকর্মী এবং সমস্ত সংস্থার প্রতি কৃতজ্ঞতা। এ এক বিশাল ঋণ। বড় স্যালুট সকলকে। জয় হিন্দ!’



আরও পড়ুন: Ranbir Kapoor: ‘তেলুগুরাই রাজ করবে...’ রণবীরকে হুমকি দিয়ে বিতর্কের মুখে তেলেঙ্গানার মন্ত্রী...


অক্ষয় টুইট করে বলেন, ‘আটকে পড়া ৪১ জনকে উদ্ধারের খবর পেয়ে আমি আনন্দে অভিভূত। স্বস্তি পেয়েছি। উদ্ধারকারী দলের প্রত্যেক সদস্যকে বড় স্যালুট। কামাল করে দিয়েছেন। এটি একটি নতুন ভারত এবং যাকে নিয়ে আমরা সকলেই গর্বিত বোধ করি৷ জয় হিন্দ।’



জ্য়াকি শ্রফ তাঁর ভালো ব্যাবহারের জন্য সকলের প্রিয়। এবার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে আবার সকলের নজরে তিনি। তিনি লিখেছেন, ‘উত্তরকাশীর সিল্কিয়ারা টানেল থেকে ৪১ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। এনডিআরএফ, বিআরও, ভারতীয় সেনা, ভারতীয় বিমান বাহিনী, এনএইচআইডিসিএল, এসজেভিএনএল, টিএইচএফসিএল, আরভিএনএল, ওএনজিসি, কোল ইন্ডিয়া- সহ উদ্ধার অভিযানে যুক্ত থাকা ২২টি সংস্থাকে অসংখ্য ধন্যবাদ।’


আরও পড়ুন: Pori Moni: ‘শেষ গন্তব্য…’ শোকস্তব্ধ পরীমণি লিখলেন আফসোসের কথা...


অভিনেত্রী নিমরত কৌরও পোস্টের মাধ্যমে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। ইতিমধ্যেই এই ৪১ জন শ্রমিককে নিয়ে যাওয়া হয়েছে চিনিয়ালিসাউর হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন তাঁরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথাও বলেছেন উদ্ধার হওয়া শ্রমিকদের সঙ্গে।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)