দীপিকা, প্রিয়াঙ্কারর পর এবার এই বলিউড অভিনেত্রীও চললেন হলিউডে!
দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়ার পর এবার হলিউডে যাত্রা শুরু সোনম কাপুরের৷ হলিউডে কাজ করা নিয়ে বরাবরই উৎসাহিত ছিলেন সোনম৷ তাই তাঁর হলিউড যাত্রা নিয়ে বেশ উত্তেজিত এই অভিনেত্রী৷ সম্প্রতি মার্কিন মুলুকের অন্যতম ট্যালেন্ট এজেন্সি ইউটিএ-র সঙ্গে একটি চুক্তি করেছেন সোনম৷ সেই চুক্তির ভিত্তিতেই হয়তো আগামী সময়ে বেশ কিছু হলিউডের ছবিতে কাজ করতে চলেছেন অনিল কাপুরের কন্যা৷
ওয়েব ডেস্ক: দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়ার পর এবার হলিউডে যাত্রা শুরু সোনম কাপুরের৷ হলিউডে কাজ করা নিয়ে বরাবরই উৎসাহিত ছিলেন সোনম৷ তাই তাঁর হলিউড যাত্রা নিয়ে বেশ উত্তেজিত এই অভিনেত্রী৷ সম্প্রতি মার্কিন মুলুকের অন্যতম ট্যালেন্ট এজেন্সি ইউটিএ-র সঙ্গে একটি চুক্তি করেছেন সোনম৷ সেই চুক্তির ভিত্তিতেই হয়তো আগামী সময়ে বেশ কিছু হলিউডের ছবিতে কাজ করতে চলেছেন অনিল কাপুরের কন্যা৷
আরও পড়ুন বিস্ফোরণে ধ্বংস ফেসবুকের স্যাটেলাইট!
বৃহস্পতিবার সকালে নিজেই টুইট করে এই কথা জানান সোনম৷ টুইটে তিনি বলেছেন, ইউনাইটেড ট্যালেন্ট এজেন্সির সঙ্গে চুক্তি করে 'দারুণ আনন্দ পেয়েছি৷ প্রসঙ্গত, ইউনাইটেড ট্যালেন্ট এজেন্সি হলিউডের বহু নামী অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে এর আগে চুক্তি করেছে৷ সেই বিখ্যাত অভিনেতা-অভিনেত্রীদের তালিকায় রয়েছেন জনি ডিপ, অ্যাঞ্জেলিনা জোলি, মাইকেল ডগলাস, ড্যানিয়েল রাডক্লিফের মতো হেভিওয়েট তারকারা৷ এবার সেই তালিকায় নতুন নাম হিসেবে যুক্ত হলেন বলিউড কন্যা সোনম।