রাম রহিমের বিরুদ্ধে মুখ খুলল বলিউড, ক্ষোভ উগরে দিলেন ক্রিকেটাররাও
ওয়েব ডেস্ক : ২০০২ থেকে ২০১৭ মাঝখানের সময়টা অনেকটাই। তবে শেষপর্যন্ত দোষী সাব্যস্ত স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং। যদিও গারদের ওপারে গিয়েও বহাল তবিয়তেই রয়েছেন তিনি। জেলেও তাঁকে নিয়ে চলছে জামাই আদর।
এদিকে ডেরা সচ্চা সওদা প্রধানের গ্রেফতারির পর তার অনুগামীরা যেভাবে পঞ্জাব, হরিয়ানায় তাণ্ডব চালিয়েছে তার নিন্দায় সরব হয়েছে গোটা দেশ। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৩১ জনের। ওই দুই রাজ্যের বিভিন্ন এলাকায় জারি রয়েছে ১৪৪ ধারা। অশান্তি ছড়িয়েছে দিল্লি, নয়ডা, গাজিয়াবাদেও। তবে একজন ধর্ষককে কীভাবে কেউ সমর্থন করতে পারে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। বিষয়টি নিয়ে সরব হয়েছে বলিউডও।
আরও পড়ুন- আম্বানিদের গণেশবন্দনায় চাঁদের হাট
অনুপম খের, টুইঙ্কল খান্না, ঋষি কাপুর, রবিনা ট্যান্ডন, এষা গুপ্তা সহ আরও অনেকেই টুইট করে নিজেদের মতামত জানিয়েছেন।
তবে প্রথমে হরিয়ানাবাসীকে শান্ত থাকার আবেদন করে ফাপরে পড়েন বলিউডের জেন্টলম্যান সিদ্ধার্থ মালহোত্রা। পরে আবশ্য সিদ্ধার্থ জানান, রায় ঘোষণার আগে ওই টুইট করেছিলেন তিনি।
শুধু বলিউডই নয়, 'ধর্ষক' রাম রহিমের তুলোধনা করেছেন ক্রিকেটার ও অলিম্পিকে স্বর্ণপদক বিজয়ী খেলোয়াড় অভিনব বিন্দ্রা।
তবে এক্ষেত্রে রাম রহিম প্রসঙ্গে অবশ্য ক্রিকেটার হরভজন সিং এর বক্তব্য ঠিক পরিস্কার নয়।
আরও পড়ুন-জেলে 'জামাই আদরে'ই রাম রহিম, সঙ্গে রয়েছে মহিলা সহযোগীও