বার বার পরিকল্পনা বদল, রণবীর সিংয়ের সঙ্গে গোয়া বিমানবন্দরে হাজির দীপিকা পাড়ুকোন
রণবীর-দীপিকাকে দেখা যায় একসঙ্গে
নিজস্ব প্রতিবেদন : বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ গোয়া থেকে রওনা দেওয়ার কথা ছিল দীপিকা পাড়ুকোনের। সেই পরিকল্পনায় জল ঢেলে দীপিকা শেষ পর্যন্ত বৃহস্পতিবার রাত ৮.১৫-র চাটার্ড ফ্লাইটে গোয়া থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা দেবেন বলে জানা যায়। সেই অনুযায়ী, গোয়া বিমানবন্দরে পৌঁছে যান দীপিকা। স্বামী রণবীর সিংয়ের সঙ্গেই গোয়া বিমানবন্দরে হাজির হন দীপিকা পাড়ুকোন।
জানা যাচ্ছে, গোয়া থেকে দীপিকা, রণবীরের সঙ্গে একই চাটার্ড ফ্লাইটে মুম্বইতে ফিরছেন অভিনেত্রীর ম্যানেজার করিশ্মা প্রকাশ। সেই সঙ্গে রয়েছেন আরও ৩ জন। অর্থাত রণবীর-দীপিকা-সহ আরও ৪ জন একসঙ্গে গোয়া থেকে মুম্বইতে ফিরছেন। আজ রাত ৯টা নাগাদ মুম্বই বিমানবন্দরে নামবে দীপিকার চাটার্ড ফ্লাইট।
দেখুন সেই ভিডিয়ো...
এদিকে শুক্রবার নয় শনিবার অর্থাত ২৬ সেপ্টেম্বর এনিসিবির অফিসে হাজিরা দেবেন দীপিকা পাড়ুকোন। সারা আলি খান, শ্রদ্ধা কাপুরদের সঙ্গে ওইদিন এনসিবির অফিসে বলিউডের 'মস্তানি' হাজির হবেন বলে সূত্রের খবর।