ওয়েব ডেস্ক: নিজের ৩২তম জন্মদিনে নিজেকেই গাড়ি গিফট করলেন বলিউডের তারকা অভিনেতা রণবীর সিং। আর সেই গাড়ির প্রথম রাইডে সঙ্গী করলেন প্রেমিকা দীপিকা পাড়ুকোনকে। অ্যাস্টন-মার্টিন, এই গাড়িই কিনেছেন বলিউডের হার্ট থ্রব রণবীর সিং। এই ব্র্যান্ড নিউ গাড়ি নিয়েই বুধবার নিজের জন্মদিন সেলিব্রেট করতে দীপিকাকে সঙ্গী করে লম্বা রাইডেও বেড়িয়ে পড়েন রণবীর সিং। আর তখনই পাপারাৎজিদের খপ্পরে পড়েন এই যুগল। এরপরই সবার সামনে আসে রণবীরের নতুন গাড়ি, ধবধবে সাদা রঙের অ্যাস্টন-মার্টিনের ছবি। ড্রাইভিং সিটে বসে আছেন রণবীর নিজেই, পাশের সিটেই দীপিকা। সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে যায় এই ছবি। বি-টাউনের তারকারা অনেকেই বলছেন অ্যাস্টন-মার্টিন নাকি রণবীরের 'দ্বিতীয় প্রেমিকা'। একটা সময় রাতদিন এই গাড়িরই স্বপ্ন দেখতেন তিনি। অবশ্য এই বিষয়ে কোনও বাড়তি উচ্ছ্বাস রণবীর সিং নিজে দেখাননি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


রণবীর সিংয়ের ৩২তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ক্রিকেট ঈশ্বর সচিন রমেশ তেন্ডুলকর। টুইট করে  শুভেচ্ছা জানিয়েছেন বলি তারকা ফারান আখতার। এছাড়াও প্রিয়াঙ্কা চোপড়া, দিয়া মির্জা, সোফি চৌধুরী সহ আরও অনেকে রণবীর সিংকে টুইট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।