ওয়েব ডেস্ক: চ্যাম্প-এর সাফল্যের স্বাদ এখনও পাওয়াযাচ্ছে। আর তার মধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজ চক্রবর্তী। নতুন ছবির শুটিং। মুর্শিদাবাদে চলছে শুটিং। আরও পড়ুন- মৌমিতার ছবি 'The Anniversary'-তে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে রূপাঞ্জনার 'রোমাঞ্চকর রোম্যান্স'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কাদা মাখা জামায় অঙ্কুশ। বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছেন। এমনই দৃশ্য 'বলো দুগ্গা মাই কি' র সেটে। মুর্শিদাবাদে চলছে ছবির শুটিং। রাজ চক্রবর্তীর প্রযোজিত ছবি নুরজাহানের শুটিং কিছুদিন আগে মুর্শিদাবাদে হয়ে গেলেও, এই প্রথম তাঁর পরিচালিত ছবির শুটিং মুর্শিদাবাদে। ছবিতে  একদিকে যেমন ধরা পরছে উত্তর কলকাতা। তেমনি বিদেশে না গিয়ে মুর্শিদাবাদের মতো এক জায়গায় প্রথমবার শুটিং করতে এসে বেশ উপভোগ করছেন অঙ্কুশ। ছবির নাম শুনেই বোঝা যাচ্ছে পুজোয় মুক্তি পাবে ছবিটি।  আমি যে কে তোমার ছবির পর আবার অঙ্কুশ -নুসরত জুটি  রাজ চক্রবর্তীর এই ছবিতে।