জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'বং গাই' কিরণ দত্তের জন্মদিনে বিশেষ উপহার টিম 'কলকাতা চলন্তিকা' এর। ১৫ই জুলাই, শুক্রবার কিরণ দত্তের জন্মদিন, আর এই দিনে টিম 'কলকাতা চলন্তিকা'র তরফে তাঁকে দেওয়া হল ছবির অফিসিয়াল টিজার। ছবির টিজার দেখে উচ্ছ্বসিত কিরণ দত্ত। তাঁর কথায়, এটাই তাঁর কাছে জন্মদিনের সেরা উপহার। প্রসঙ্গত, 'কলকাতা চলন্তিকা' 'বং গাই' কিরণ দত্ত অভিনীত প্রথম ছবি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুক্রবার শহরের এক হোটেলে কেক কেটে সেলিব্রেট করা হয় 'বং গাই' কিরণ দত্তের জন্মদিন।


আরও পড়ুন-বিয়ে না করে সহবাস, বিপরীত মেরুর দুই জীবন যখন 'খোলাম কুচি'




আরও পড়ুন-অবশেষে মুখ খুললেন 'নির্বাক' সুস্মিতা


কিরণ দত্ত ছাড়া ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন ইশা সাহা, রজতাভ দত্ত, সৌরভ দাস, অপরজিতা আঢ্য, শতাব্দী চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, দিতিপ্রিয়া রায়, খরাজ মুখোপাধ্যায় প্রমুখ। 


প্রসঙ্গত, পোস্তা সেতু ভেঙে পড়ার নেপথ্য কাহিনি নিয়ে তৈরি পাভেলের এই ছবি। যা মুক্তিপাবে আগামী ২৬ অগস্ট। 'কলকাতা চলন্তিকা' ছবির পোস্টার মুক্তি পেয়েছিল আগেই। যেখানে ধরা পড়েছিল ধরা পরেছিল ফ্লাইওভার ভেঙে পরা, কলকাতা শহরের এক বিবর্ণ চিত্র। পরিচালক পাভেল বলেন 'ছবির গল্পে শহর কলকাতার তিন দিনের জীবন উঠে আসবে। প্রথম দিন বিভিন্ন অলি গলি পথে সে নিজের ছন্দে ছুটে চলে। দ্বিতীয় দিনে তার পথে ভেঙে পড়ে একটা ফ্লাইওভার। সব ওলট-পালট হয়ে যায়। তৃতীয় দিনে সে আবার ধীরে ধীরে পুরনো ছন্দে ফিরতে শুরু করে।' ছবিটি মুক্তি পাবে 'বাবা ভূতনাথ এন্টারটেইনমেন্ট'-এর ব্যানারে। প্রযোজক হিসাবে রয়েছেন শতদ্রু চক্রবর্তী। এর আগে পরিচালক পাভেলের প্রতিটা ছবিতে ছিল নতুনত্য। বাংলার সিনেমাপ্রেমীদের আশা তাঁরা আরো একটা  ভালো ছবি উপহার পেতে চলেছেন।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)