ওয়েব ডেস্ক: এখন কিছুটা কম হলেও কয়েকটা দিন আগেও বাহুবলী নিয়ে উন্মাদনা তুঙ্গে ছিল সারা দেশের মানুষের। কাটাপ্পা কেন বাহুবলীকে মারল? সেই উত্তর খুঁজতেই সকলেই প্রেক্ষাগৃহে ভিড় জমিয়েছিল। এখনও বহু সিনেমাহলে রমরমিয়ে চলছে এই ছবি। বাহুবলী ২ ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড তৈরি করেছে।


৩৬ দিন কেটে গেল মুক্তি পেয়েছে বাহুবলী ২ । সম্ভাবত দেশের অধিকাংশ মানুষই ছবিটি দেখে ফেলেছেন। আর যাঁরা এখনও দেখেননি, তাঁরা সময় নিয়ে পরে পরে দেখছেন। ভারতীয় সিনেমার অন্যতম সফল ছবির নাম বাহুবলী ২ । ১ দিনেই ১০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছিল বিশ্ব জুড়ে। তাহলে ৩৬ দিনে কত কোটি টাকার ব্যবসা করল এই ছবি? ৩৬ দিনে ৫০১ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে বাহুবলী ২ । তবে এই হিসেব শুধুমাত্র হিন্দি ভার্সনের।


মুক্তির আগেই বাহুবলীর ২-এর রেকর্ড ভেঙে দিল রজনীকান্তের ২.০!


পাঁচ লক্ষ লোক দেখে ফেলেছে, বলুন তো ছবিটায় ভুল কোথায়?