ওয়েব ডেস্ক: এই উইকএন্ডটা বেশ ভালোই কেটেছে সিনেমাপ্রেমীদের। বলিউডে দুটি জবরদস্ত ছবি রুস্তম ও মহেঞ্জোদারোর পাশাপাশি বাংলাতেও দুটি বিগ বাজেটের ছবি মুক্তি পেয়েছে। প্রথম সপ্তাহে কে কাকে টেক্কা দিল? কে কোথায় দাঁড়িয়ে, দেখুন-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই সপ্তাহের বলিউড রিলিজ রুস্তম এবং মহেঞ্জোদারো, মুক্তির দিন ঘোষণা থেকেই চলছে হাড্ডাহাড্ডি লড়াই। অক্ষয় বনাম হৃতিক। তবে উহকএন্ড কালেকশনের দিকে তাকালে ছবিটা স্পস্ট। যেভাবে হাইপ উঠেছিল রুস্তম ছবি ঘিরে সেই প্রত্যাশা পবরণ করতে পারলেন না পরিচালক। প্রথমদিনে ২০১৬ র হাইয়েস্ট ওপেনারের তালিকায় চার নম্বরে দাঁড়িয়ে রুস্তম। শনিবার ছবির ব্যবসা ছিল ১৬.৪৩ কোটি। রবিবার  ছবির দর্শক বাড়ে। কালেকশন  ১৭.৫০ কোটি। প্রথম সপ্তাহে ১০০ কোটি তো দূর, ৫০ কোটিও পার করতে পারেনি রুস্তম। ব্যবসা দাঁড়ায়-৪৮.০৪ কোটিতে। প্রথমথেকেই রুস্তমের সামনে মহেঞ্জো দারো পিছিয়ে। সে প্রচারের দিক থেকেই হোক বা বলিউডের সাপোর্ট। কালেকশনেও তারই ছাপ। শনিবার মহেঞ্জোদারোর ব্যবসা ৯.৫০। রবিবার তা সামান্য বাড়ে, ১০.২৫ কোটি। তিন দিন পর অক্ষয় প্রতিযোগীতায় পিছনেই ফেলে দেয় হৃতিককে।উইকএন্ড কালকেশন পৌছয় ২৮.৬২ কোটিতে।যদিও সামনের উইকে মাউথ পাবলিসিটিতে কে কাকে টেক্কা দেবে তা এখনই বলা যাচ্ছে না।
এদিকে বলিউডে একদিকে শেক্সপিয়ারের হ্যামলেট অবলম্বনে হেমন্ত, অন্যদিকে গোয়ন্দা শবর হাজির ঈগলের চোখ নিয়ে। 


অঞ্জন দত্ত ও অরিন্দম শীলের মধ্যে প্রতিযোগীতা চলেই ।আর প্রতিবারই শ্রেষ্ঠত্বের শিরোপা ছিনিয়ে নেন অরিন্দম শীল। এবলারও তার অন্যথা হল না। ঈগলের চোখ ছবির সময় যেখানে প্রেক্ষাগৃহে ৫০-৫৫ শতাংশ দর্শক, সেখানে প্রায় অর্ধেক অর্থাত্‍ ২৫-৩০ শতাংশ দর্শক আসছে হেমন্ত ছবি দেখতে।