নিজস্ব প্রতিবেদন: সইফ আলি খানের সঙ্গে জমিয়ে প্রেম রানি মুখোপাধ্যায়ের৷ সইফের হাত জড়িয়ে যেভাবে দাঁড়িয়ে রয়েছেন রানি মুখোপাধ্য়ায়, তা দেখে অবাকই হয়েছেন অনেকে৷ বিষয়টি নিয়ে রানি মুখোপাধ্যায় এবং সইফ আলি খান কোনও মন্তব্য না করলেও, তাঁদের দুজনের ছবি দেখে শুরু হয়েছে জোর জল্পনা৷ কি অবাক লাগছে তো শুনে? তাহলে খোলসা করেই বলা যাক বিষয়টি৷


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : বিবেকের সাথিয়া দেখলেই মন খারাপ রানির



সম্প্রতি সামনে আসে সইফ আলি খান এবং রানি মুখোপাধ্যায়ের বান্টি অউর বাবলি টু-এর (Bunty Aur Babli 2) পোস্টার৷ যেখানে সইফ, রানির রসায়ন প্রকাশ্যে আসে৷ কালো রঙের টিশার্টের সঙ্গে নীল রঙের ডেনিমে দেখা যাচ্ছে (Saif Ali Khan) সইফের৷ অন্যদিকে, হালকা হলুদ রঙের পোশাকে দেখা যাচ্ছে রানিকে৷ রানি এবং সইফের সেই পোস্টার প্রকাশ্যে আসার পরই শুরু হয়েছে জোর জল্পনা৷
সইফ আলি খান এবং (Rani Mukerji) রানি মুখোপাধ্য়ায়ের সঙ্গে বান্টি অউর বাবলি টু-এ রয়েছেন সিদ্ধান্ত চতুর্বেদী এবং শর্বরী৷ তবে বান্টি অউর বাবলি টু-এ সইফ, রানির সঙ্গে সিদ্ধান্ত এবং শর্বরী কোন ভূমিকায় অভিনয় করবেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি৷


আরও পড়ুন : 'মৃত্যুর পরও মেয়ের মুখ দেখেননি মৌসুমি চট্টোপাধ্যায়', দাবি পায়েলের স্বামী ডিকির
এদিকে সম্প্রতি মুক্তি পায় রানি মুখোপাধ্য়ায়ের মর্দানি টু৷ অন্যদিকে লাল কাপ্তানের পর তানাজি টু-এর পর বান্টি অউর বাবলি টু-এ দেখা যাবে সইফ আলি খানকে৷