নদি বাঁচানোর ডাক, নিজের আন্দোলেন ছেলেকেও সামিল করলেন Kaushiki
নদি আর তার জল সংরক্ষণের এমন শান্ত সমাহিত অথচ দৃঢ় প্রচেষ্টাকে সাধুবাদ জানাচ্ছেন গোটা পৃথিবীর মানুষ। গানের কথাতেও তাই বেশি কিছু না বলে শুদ্ধ উচ্চারণে ধরা হয়েছে দেশের নদিগুলোর নাম।
নিজস্ব প্রতিবেদন- একেই বলে পরম্পরা। ছোট্ট কৌশিকী যেভাবে মঞ্চের পর মঞ্চে শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করে তাক লাগিয়ে দিতেন, তেমনই মোহাবিষ্ট করলেন কৌশিকী পুত্র হৃষিথ। আইআইটি মাদ্রা়জের (IIT Madras) উদ্যোগে নদি বাঁচানোর এক গানে অংশগ্রহণ করলেন দেশের দুই কৃতী মা-ছেলে জুটি। কৌশিকী-ঋষিথ (Kaushiki Chakraborty) আর বম্বে জয়শ্রী রামনাথ (Bombay Jayashri Ramnath) ও তাঁর পুত্র অমৃত রামনাথ (Amrit Ramnath)। গানটি তৈরি করেছেন Kanniks Kannikeswaran। গানের নাম ‘রিভার্স অফ ইন্ডিয়া’ (Rivers of India).
কোলাহল নয়, শুধু নদির কথা শোনো। তাঁর ঐশ্বর্য দু চোখ ভরে দেখো। এমনই আবেদন রয়েছে এই গানে। সেই আদিযুগ থেকে নদির সঙ্গে সঙ্গেই ক্রমবিবর্তিত হয়েছে মানবসভ্যতা। উন্নয়নের সঙ্গে সঙ্গে সেই নদিকে ক্ষতিগ্রস্ত করেছি আমরা। মজে যাওয়া নদি মানুষের বর্জ্য ফেলারই ফল। নদি আর তার জল সংরক্ষণের এমন শান্ত সমাহিত অথচ দৃঢ় প্রচেষ্টাকে সাধুবাদ জানাচ্ছেন গোটা পৃথিবীর মানুষ। গানের কথাতেও তাই বেশি কিছু না বলে শুদ্ধ উচ্চারণে ধরা হয়েছে দেশের নদিগুলোর নাম।
https://youtu.be/7wmCGm8k2eU..... Sharing a song thats truly special for me.. My first duet with the most beautiful...
Posted by Kaushiki Chakraborty on Thursday, 22 April 2021
‘গঙ্গা যমুনা কাবেরী গোদাবরী’ গানের ভিডিয়োর শুরুতেই দেখা যায় বম্বে জয়শ্রীকে। দক্ষিণের এই বিখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীর কণ্ঠ গোটা দেশে জনপ্রিয় হয় মাধবন-দিয়া মির্জা অভিনীত ‘রহনা হ্যায় তেরে দিল মে’ ছবির ‘জরা জরা’ গানে। এ আর রহমানের প্রচুর গানে নিয়মিত কণ্ঠ দিতে শোনা গেছে শিল্পীকে। পুত্র ও শিষ্য অমৃত রামনাথ ওয়েস্টার্ন ক্ল্যাসিকাল মিউজিকের কৃতী ছাত্র। পরিবারের সাঙ্গীতিক পরম্পরাকে এগিয়ে নিয়ে চলেছেন অমৃত। অন্যদিকে কৌশিকী চক্রবর্তীর বাবা পণ্ডিত অজয় চক্রবর্তী পাতিয়ালা ঘরানার গুরু হয়েও ঘরানার দেওয়াল ভেঙেছেন অনায়াসে। সঙ্গীতকে করেছেন মুক্ত। কৌশিকীও সেই পথেরই পথিক। Rivers of India গানে এবার পুত্র হৃষিথকে সামনে নিয়ে এলেন কৌশিকী। তার সুর লাগানোর ধরণ দেখেই বোঝা গেল শাস্ত্রীয় সঙ্গীতের সুগন্ধ ঢেলেই ছেলেকে তৈরি করছেন তিনি। মাঝেমধ্যেই হৃষিথের তবলা বা গানের তালিমের ছোট ছোট রেকর্ডিং শেয়ার করেন কৌশিকী। কিন্তু এই গানে আমাদের দেশজ শাস্ত্রীয় সঙ্গীতের যে কুঁড়ি দেখলাম আমরা, তা ভরসা জোগায়- এ ফুরনোর নয়।
ওয়ার্ল্ড আর্থ ডে (World Earth Day) উপলক্ষ্যে প্রকাশিত Rivers of India গানে গোটা পৃথিবীর নদি সংরক্ষণ আন্দোলনের সঙ্গে যুক্ত সব মানুষকেই কুর্নিশ জানানো হয়েছে। শান্ত সমাহিত অথচ দৃঢ় এই উচ্চারণই তো ভারতীয়তা।