Chhavi Mittal: স্তনের ছবি শেয়ার করে কটাক্ষের মুখে ক্যানসার আক্রান্ত ছবি মিত্তল, কড়া জবাব অভিনেত্রীর
ক্যানসারে আক্রান্ত ছবির পোস্ট নিয়ে কটাক্ষ, সপাটে জবাব দিলেন অভিনেত্রী
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কিছুদিন আগেই ছবি মিত্তল(Chhavi Mittal) তাঁর দুটি ছবি শেয়ার করে জানান যে স্তন ক্যানসারে আক্রান্ত তিনি। তাঁর ট্রিটমেন্ট চলছে আর কীভাবে তাঁর জীবনযুদ্ধে ধীরেধীরে বিজয়ী হয়ে উঠছেন তিনি। ছবির ঐ পোস্ট ঘিরেও কটাক্ষ করতে পিছপা হয়নি কিছু নেটিজেন। এবার তাঁদের সপাটে জবাব দিলেন অভিনেত্রী।
ছবি লেখেন,'এই ২টি ছবি যা আমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছি। প্রথমটি হল আমার স্তন ক্যানসারের ঘোষণা, দ্বিতীয়টি আমার ক্যানসার-পরবর্তী সময়ের যখন আমি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছি। দুটি ছবিতেই আমি একই পোশাক পরেছি। দুটি ছবিতেই আমার স্তন কিছুটা দেখা যাচ্ছে। আসলে প্রথমটিতে, আমি আমার টি-শার্ট খুলে নিয়েছিলাম।যদিও ক্যানসারের ঘোষণার পোস্টে আমার স্তন আরও প্রদর্শিত হতে পারত। তখন ক্যানসার সম্পর্কে আমি যেমন আবেগপ্রবণ ছিলাম,সেরকমই সামনে যা ছিল তার সঙ্গে লড়াই করার ভয় ছিল মনে। আমি আবার আগের মতো হব নাকি আপোষের জীবন বইতে হবে এই নিয়ে ছিল দ্বন্দ্ব। আমার বক্ষবিভাজিকা বাদ দিয়েই নেটিজেনদের কাছ থেকে প্রচুর ভালবাসা এবং প্রশংসা পেয়েছি।'
ছবি আরও লেখেন,'ক্যানসারের সঙ্গে লড়াই করার সময়, আমি আমার মধ্যে থাকা সমস্ত সাহস সঞ্চয় করেছিলাম এবং সিদ্ধান্ত নিয়েছিলাম যে যদি কিছু হয় তবে জীবনযাত্রার মান আগের তুলনায় আরও ভাল হবে, কারণ এই লড়াইয়ের পরে যদি আমি বেঁচে থাকি তবে আমি আগের চেয়ে শক্তিশালী হব।আমি এটা সবার সঙ্গে শেয়ার করেছি এবং আমার সুস্থ হয়ে ওঠার প্রতিটি পর্যায় তুলে ধরেছি, এখনও শেয়ার করছি। কিন্তু তখন সবাই ভেবেছিল যে আমার জন্য এই ছবিগুলো বেশিই সাহসী। দ্বিতীয় ছবিতে কমেন্ট করে অনেকে "সব কিছু শেয়ার করা উচিত নয়", "এটি মর্যাদাপূর্ণ নয়", "জানি না সে কী হওয়ার চেষ্টা করছে" এরকম নানা ঘৃণামূলক মন্তব্য।'
আরও পড়ুন: Swastika Mukherjee: ইন্ডাস্ট্রির অন্দরে রাজনীতি! ক্ষোভ উগরে দিলেন স্বস্তিকা
ট্রোলারদের জবাবে ছবি লেখেন,'আমি বলতে চাই, প্রিয় মহিলা, কারণ আপনি এটা জানেন না। প্রথমত, এটি দ্বিচারিতা। দ্বিতীয়ত, আমার স্তনের সঙ্গে আমার যে সম্পর্ক তা ব্যাখ্যার বাইরে। আমি তাদের বাঁচানোর জন্য,তাদের শক্তিশালী রাখার জন্য,তার যেভাবে কাজ করা উচিত তা নিশ্চিত করার জন্য এবং তাকে চিরকালের জন্য ক্যান্সার মুক্ত করতে খুব কঠিন যুদ্ধ করেছি। যদিও চিরকালের সংগ্রাম চিরকাল স্থায়ী হবে, আমি বিজয়ী হব যেমন আমি সর্বদা নির্দ্বিধায় করতে পেরেছি। আমি আমার দেহের জন্য খুব গর্বিত, এটি যেভাবে দেখায় তার জন্য নয়, বরং এটি আমাকে যেভাবে শক্তি যোগায়, সেই কারণে। আমি আমার স্তনের জন্যগর্বিত, কারণ শুধুমাত্র আমিই জানি তারা কী সহ্য করেছে এবং কেবল বেঁচে থাকা নয়, বরং যোদ্ধা হওয়া কোনও খারাপ বিষয় নয় বরং কৃতিত্ব। কিন্তু যারা শুধুমাত্র কান্নার গল্প এবং অপ্রাপ্তবয়স্কদের গল্প শুনতে চায় তাদের জন্য, আমি আপনাকে মনে করিয়ে দিই, এই পেজটি আপনাদের জন্য নয়।'
আরও পড়ুন: Watch: শেহনাজকে জড়িয়ে কেঁদে ভাসালেন অনুরাগী, অভিনেত্রীর ব্যবহারে মুগ্ধ নেটদুনিয়া