Swastika Mukherjee: ইন্ডাস্ট্রির অন্দরে রাজনীতি! ক্ষোভ উগরে দিলেন স্বস্তিকা

'বাংলা ছবি দেখুন, বাংলা ছবি সাপোর্ট করুন কিন্তু কে কিভাবে করবে ? ডিসট্রিবিউটার যে ছবি চালাতে চাইবে সেই ছবি চলবে, নতুন প্রোডিউসার হলে তাকে কোনরকম জায়গা দেওয়া হবে না, উঠতি ডিরেক্টর হলে তাকে পাত্তা দেওয়ার দরকার নেই...'

Edited By: সৌমিতা মুখার্জি | Updated By: Jul 16, 2022, 11:28 AM IST
Swastika Mukherjee: ইন্ডাস্ট্রির অন্দরে রাজনীতি! ক্ষোভ উগরে দিলেন স্বস্তিকা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি মুক্তি পেয়েছে অর্জুন দত্তের ছবি 'শ্রীমতী'(Shrimati)। শ্রীমতীর চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়(Swastika Mukherjee)। পর্দায় এবার এক গৃহবধূর গল্প তুলে এনেছেন অভিনেত্রী। নারীকেন্দ্রিক এই ছবিতে স্বস্তিকার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ সমালোচক থেকে শুরু করে দর্শক। কিন্তু এত ভালো রিভিউয়ের পরেও সিনেমা হলে শো পাচ্ছে না এই ছবি। সোশ্যাল মিডিয়ায় এই নিয়েই নিজের ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী।  

স্বস্তিকা লিখেছেন, 'বাংলা ছবি দেখুন, বাংলা ছবি সাপোর্ট করুন কিন্তু কে কিভাবে করবে ? ডিসট্রিবিউটার যে ছবি চালাতে চাইবে সেই ছবি চলবে, নতুন প্রোডিউসার হলে তাকে কোনরকম জায়গা দেওয়া হবে না, উঠতি ডিরেক্টর হলে তাকে পাত্তা দেওয়ার দরকার নেই। আর নারী কেন্দ্রীক ছবি হলে তো প্রথম থেকেই বাদ এর খাতায়। ভাল সেল হলেও, মানুষ উচ্ছসিত প্রশংসা করলেও, রিভিউ/ফিডব্যাক সব দারুণ হলেও তাতে কি ? হল দেওয়া হবেনা আর দেওয়া হলেও এমন শো টাইম দেওয়া হবে যাতে কেউ না যেতে পারে, সেল তলানিতে ঠেকে এবং তৃতীয় সপ্তাহে ছবি উঠিয়ে দেওয়া যায়। শ্রীমতির কপালেও এটাই হল। প্রথম সপ্তাহে ছিল ১৭ টা হল, দ্বিতীয় সপ্তাহে দেওয়া হল ৪টে আর সমস্ত শো টাইম দুপুরে। কে যাবে দুপুর ১২-১ টার সময় সিনেমা দেখতে?'

আরও পড়ুন:Dev-Rukmini: এবার ছোটপর্দায় একসঙ্গে দেব-রুক্মিণী

স্বস্তিকার অভিযোগ, ডিস্ট্রিবিউটারা তাঁদের ছবি সাপোর্ট করছেন না। ভালো রিভিউ পাওয়া সত্ত্বেও কেন এই হাল 'শ্রীমতী'-র? স্বস্তিকা ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, 'কাল পিভিআর ডায়মন্ড প্লাজায় বিকেল ৪.২০ শো তে ১০০ জনের ওপরে দশর্ক ছিলেন কিন্তু তাও আজকে থেকে একটাই শো দুপুরে। কোটি টাকা খরচ করে ছবি বানানো হয় কিন্তু তাকে দুটো উইক সময় দেওয়া হবেনা। আমাদের ডিস্ট্রিবিউটর এসভিএফ। তাদের নিজেদের প্রযোজিত ছবি এল আজ, তাই সব ভাল শো তাদের, এটাই তো হয়ে এসেছে, এটাই হবে। যাক, আপনারা আপিস কামাই করে আর মা-মাসি-দিদা রা সব কাজ ফেলে রেখে দুপুর বেলা শ্রীমতি দেখতে যাবেন না। পরের সপ্তাহে এমনিও উঠিয়ে দেবে ব্যাস বাংলা ছবি কে এইভাবেই বাংলা ছবির ডিসট্রিবিউটাররা সাপোর্ট করবে।শুধু মন দিয়ে অভিনয় করলে হবে ? ছবি চলতে দেবেনা তাই নিয়ে ও যুদ্ধ করতে হবে। করেও কিছু হবেনা। আপনাদের ভালবাসা মনে রাখব, আশীর্বাদ করুন যাতে আরো যুদ্ধ করার জোর পাই।' 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.