নিজস্ব প্রতিবেদন: কান ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৯ এর রেড কার্পেটে যোগ দিতে মাত্র ১০ দিনে ৫ কেজি ওজন কমিয়ে চমকে দিয়েছেন কঙ্গনা। উদ্দেশ্য কানের জন্য বিশেষ পোশাকে পারফেক্ট লুকে ধরা দেওয়া। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অবশেষে প্রকাশ্যে এল কঙ্গনা রানাওয়াতের কান-২০১৯ রেডকার্পেটের লুক। ফাল্গুনী ও শানে পিকক-এর ডিজাইন করা সোনালি শাড়িতে ধরা দিয়েছেন বলিউডের 'কুইন'। তাঁর এই লুক যে 'মণিকর্ণিকা: দ্যা কুইন অফ ঝাঁসি'র লুককেই সামনে এনেছে।




আশ্বিনী আইয়ার তিওয়ারির 'পাঙ্গা' ছবির শ্যুটিংয়ে ব্যস্ত কঙ্গনা। যেখানে কাবাডি খেলোয়াড়ের ভূমিকায় দেখা যাবে কঙ্গনা রানাওয়াতকে। পাঙ্গা ছবিতে অভিনয়ের জন্য ১০ কেজি ওজন বাড়িয়েছিলেন 'কুইন' অভিনেত্রী। তবে সামনেই কান চলচ্চিত্র উৎসব থাকান অগত্যা তাঁকে ওজন কমাতেই হল।