নিজস্ব প্রতিবেদন : ​দুর্গার মতো দশ হাতে সামলাচ্ছেন সবকিছু। একটি ম্যাগাজিনের ফটোশুটে দুর্গার মতো করে সেজে পোজ দেন র‍্যাপার কার্ডি বি। শুধু তাই নয়, কার্ডি বি-এর হাতে দেখা যায়, একটি জুতোও। ওই ফটোশুটের পর থেকেই জোর শোরগোল শুরু হয়ে যায়। ওই ঘটনার পরই এবার ক্ষমা চেয়ে নিলেন কার্ডি বি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 




তিনি বলেন, কারও সংস্কৃতি বা ধর্ম বিশ্বাসে তিনি আঘাত করতে চাননি। যদিও যা হয়ে গিয়েছে তা পালটাতে পারবেন না তিনি। তবে ভবিষ্যতে যাতে এই ধরনের কোনও ঘটনা না ঘটে, তার জন্য তিনি সতর্ক থাকবেন বলেও জানান কার্ডি বি। এসবের পাশাপাশি ভক্তদের ভালবাসাও জানান কার্ডি বি।  


আরও পড়ুন : নেহার কাছে ক্ষমা চাইছেন হিমাংশ কোহলি? জনপ্রিয় গায়িকাকে নিয়ে কী বললেন প্রাক্তন


এসবের পাশাপাশি কার্ডি বি আরও জানান, তিনি যখন ওই ফটোশুট করেন, তখন তাঁকে জানানো হয়েছিল, তিনি মহিলা, স্বাধীনতার প্রতিরূপ হিসেবে পোজ দিচ্ছেন। কারও ধর্ম, সংস্কৃতিকে তিনি অপমান করতে চান না বলে স্পষ্ট জানান কার্ডি বি।