নেহার কাছে ক্ষমা চাইছেন হিমাংশ কোহলি? জনপ্রিয় গায়িকাকে নিয়ে কী বললেন প্রাক্তন

হিমাংশ কোহলির সঙ্গে নেহা কক্করের ওই ভিডিয়ো ভাইরাল হতেই বিষয়টি নিয়ে মুখ খোলেন হিমাংশ।

Edited By: জয়িতা বসু | Updated By: Nov 11, 2020, 05:59 PM IST
নেহার কাছে ক্ষমা চাইছেন হিমাংশ কোহলি? জনপ্রিয় গায়িকাকে নিয়ে কী বললেন প্রাক্তন
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন : নেহা কক্করের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছেন হিমাংশ কোহলি! সম্প্রতি এমনই একটি ভিডিয়ো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। হিমাংশ কোহলির সঙ্গে নেহা কক্করের ওই ভিডিয়ো ভাইরাল হতেই বিষয়টি নিয়ে মুখ খোলেন হিমাংশ।

আরও পড়ুন : 'ওয়েলডান মাই কে জো' করণ জোহরকে ভালবাসা জানালেন করিনা, ভাইরাল হল পোস্ট

তিনি বলেন, কেন এই ধরনের মিথ্যে খবর ছড়ানো হচ্ছে জানেন না। এই ধরনের খবরে কার লাভ হচ্ছে বলেও প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি ভবিষ্যতে যাতে এই ধরনের মিথ্যে খবর না ছড়ানো হয়, সে বিষয়ে পদক্ষেপ করতে হবে বলেও মত প্রকাশ করেন হিমাংশ।

২০১৮ সালে হিমাংশ কোহলির সঙ্গে নেহা কক্করের বিচ্ছেদ হয়ে যায়। হিমাংশের সঙ্গে বিচ্ছেদর পর কান্নায় ভেঙে পড়েন নেহা। একটি জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের মঞ্চেই আদিত্যর সঙ্গে নেহা সম্পর্কে জড়ান বলে শোনা যায়। যদিও পরে জানা যায়, সংশ্লিষ্ট ওই রিয়্যালিটি শোয়ের জনপ্রিয়তার জন্যই নেহার সঙ্গে আদিত্যর সম্পর্কের গুঞ্জন নিয়ে জল্পনা শুরু হয়।

.