সুশান্ত মামলায় তদন্ত শেষ করে সিদ্ধান্তে পৌঁছানো গিয়েছে? সামনে এল CBI-এর বয়ান
এই মামলার তদন্ত CBI সম্পূর্ণ করে ফেলেছে বলে যে খবর প্রকাশিত হয়েছে তা অনুমানমূলক এবং ভ্রান্ত।
নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামালার তদন্ত এখনও জারি রয়েছে। এই মামলায় বেশকিছু তথ্যের অনুসন্ধান এখনও চলছে। মামলার তদন্ত CBI সম্পূর্ণ করে ফেলেছে বলে যে খবর প্রকাশিত হয়েছে তা অনুমানমূলক এবং ভ্রান্ত।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালেই খবর মেলে, সুশান্ত মামলার তদন্ত শেষ করে ফেলেছে CBI। সুশান্ত মৃত্যুর ঘটনায় CBI কোনওরকম ষড়যন্ত্রের ঘটনা খুঁজে পায়নি বলে জানা যায়। খবর মেলে, অভিনেতা আত্মহত্যা করেছেন বলেই মত CBI-এর। আরও জানা যায়, খুব শীঘ্রই এই মামলায় পাটনার CBI কোর্টে রিপোর্ট জমা দেবেন সুশান্ত মামলায় তদন্তকারী আধিকারিকরা।
আরও পড়ুন-স্বামী কুণালই তাঁর সন্তানের খেয়াল রাখছেন, ছবি পোস্ট অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়ের
আর এই খবর প্রকাশিত হওয়ার পর CBI-এর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, ''কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই) সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত চালিয়ে যাচ্ছে। সংবাদমাধ্যমে জল্পনা চলছে যে এই মামলায় সিবিআই সিদ্ধান্তে পৌঁছে গিয়েছে। এই প্রতিবেদনগুলি অনুমানমূলক এবং ভ্রান্ত।
এদিকে এর আগে সুশান্ত মামলায় AIIMS-এর তরফে সুধীর গুপ্তা বলেন, ''সুশান্তের মৃত্যু আত্মহত্যা, খুনের তত্ত্ব এখানে কোনও ভাবেই খাটছে না।'
আরও পড়ুন-করোনা আবহ ভুলে স্বামী-সন্তান নিয়ে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন ডিম্পি