নিজস্ব প্রতিবেদন: ঠোটে ঠোট, গভীর চুম্বনে আবদ্ধ রণবীর সিং ও আলিয়া ভাট। চমকে গেলেন নাকি? এটা অবশ্যই বাস্তবে নয়, সিনেমার দৃশ্যে। তবুও এসব চলবে না। সাফ না বলে দেওয়া হল। ভাবছেন তো রণবীর সিংয়ে আলিয়ার চুমুতে নিশ্চয় বাধা হয়ে দাঁড়িয়েছেন রণবীর কাপুর?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরে না, রণবীর কাপুর নয়। সিনেমার পর্দায় রণবীর-আলিয়ার চুম্বনে বাধা হয়ে দাঁড়িয়েছে খোদ ভারতীয় সেন্সর বোর্ড। জোয়া আখতারের ছবি 'গলি বয়' থেকে বাদ যেতে চলেছে রণবীর আলিয়ার ১৩ সেকেন্ডের চুমু। শুধু চুমুই নয়, বাদ দেওয়া হচ্ছে ছবিতে রণবীর আলিয়ার বেশকিছু ঘনিষ্ঠ দৃশ্য। বাদ পড়েছে সিনেমায় ব্যবহৃত বেশকিছু 'গালি-গালাজ'।


প্রসঙ্গত আগামী ১৫ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে রণবীর আলিয়ার গলি বয়। ইতিমধ্যেই বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে প্রশংসিত হয়েছেন এই ছবি।