Gold Price Today: বিয়ের মরসুমে বড় চমক! এক ধাক্কায় কমল সোনার দাম, জেনেনিন কত...

Gold Price: কমেছে ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম। বিয়ের মরসুমে যা নিঃসন্দেহে খানিকটা স্বস্তি দেবে মধ্যবিত্তদের।

Dec 02, 2024, 15:55 PM IST
1/5

সোনার দাম

gold price

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিয়ের মরসুমে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছে মধ্যবিত্তরা। ডিসেম্বরের শুরুতেই সোনার দামে ফের চমক। ফের কমল সোনার দাম।  

2/5

সোনার দাম

gold price

আগের তুলনায় ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম কমল। কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৭১,৪৯০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭৭,৯৯০ টাকা।

3/5

সোনার দাম

gold price

১০ গ্রাম ২২ ক্যারট হলমার্ক সোনার গহনার দাম ৭৩২৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারট খুচরো পাকা সোনার দাম ৭৭১০০ টাকা। ২৪ ক্যারট পাকা সোনার ১০ গ্রাম বাটের দাম ৭৬৭০০।  

4/5

সোনার দাম

gold price

বাজারে গেলে এই দরেই আপনি সোনা কিনতে পারবেন না। কারণ এই দরের সঙ্গে যোগ হবে জিএসটি এবং মেকিং চার্জ। গত সপ্তাহে দাম বাড়লেও ডিসেম্বরের শুরুতেই তুলনমূলক কম রয়েছে সোনা ও রুপোর দাম।

5/5

সোনার দাম

gold price

২০২৪ সালের বাজেট ঘোষণার পরপরই সোনার দামে উল্লেখযোগ্য পতন দেখা যায়। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট প্রস্তাবে সোনা এবং রূপার উপর শুল্ক ১৫% থেকে কমিয়ে ৬% করা হয়েছিল। এই সিদ্ধান্তের প্রভাব সোনার দামের উপর তাৎক্ষণিকভাবে পড়ে।