নিজস্ব প্রতিবেদন: সবে সবে মুক্তি পেয়েছে ছপক-এর ট্রেলার৷ (Deepika Padukone) দীপিকা পাডুকনের সিনেমার ট্রেলার মুক্তি পাওয়ার পরই প্রশংসা শুরু হয়ে যায় বিভিন্ন মহলে৷ অ্য়াসিড আক্রান্তদের জীবন নিয়ে তৈরি ছপক-এ প্রধানত তুলে আনা হয়েছে (Laxmi Agarwal) লক্ষ্মী আগরওয়ালের জীবনের গল্পকে৷ 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন :  'মৃত্যুর পরও মেয়ের মুখ দেখেননি মৌসুমি চট্টোপাধ্যায়', দাবি পায়েলের স্বামী ডিকির
দেখুন ট্রেলার...



লক্ষ্মী আগরওয়ালের জীবনের গল্প নিয়ে সিনেমা তৈরির জন্য, ওই অ্য়াসিড আক্রান্তকে ১৩ লক্ষ দেওয়া হয়৷ ওই পরিমাণ অর্থের বিনিময়েই ছপক-এ তাঁর জীবনের গল্পকে তুলে ধরা হয় বলে খবর৷ লক্ষ্মী আগরওয়ালের সঙ্গে কথা বলে এরপর (Chhapaak) ছপক তৈরিতে হাত দেন পরিচালক মেঘনা গুলজার৷ কিন্তু সিনেমার সত্ত্বের অর্থ নিয়ে নাকি খুশি নন লক্ষ্মী আগরওয়াল৷


আরও পড়ুন : জওহরলাল নেহরু সম্পর্কে 'অশালীন' মন্তব্য, শেষে জামিন পেলেন পায়েল
জানা যাচ্ছে, ছপক তৈরির সময় ১৩ লক্ষের বিনিময়ে রাজি হয়ে যান লক্ষ্মী৷ সেই অনুযায়ী সিনেমার তৈরির পর ট্রেলারও মুক্তি পেয়ে যায়৷ কিন্তু এরপরই শুরু হয় তরজা৷ জানা যাচ্ছে, ১৩ লক্ষ নিয়ে নাকি খুশি নন অ্য়াসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়াল৷ তিনি আরও বেশি দাবি করছেন বলে খবর৷ ফলে বর্তমানে লক্ষ্মী আগরওয়ালের সঙ্গে টিম ছপকের জোর টানাপোড়েন শুরু হয়েছে৷