Kabir Suman-র Covid রিপোর্ট নেগেটিভ, সঙ্গীতশিল্পীর সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী
কবীর সুমনের Covid টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে।
নিজস্ব প্রতিবেদন : তীব্র শ্বাসকষ্ট নিয়ে SSKM হাসপাতালে ভর্তি কবীর সুমন (Kabir Suman)। তবে তাঁর Covid টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। সঙ্গীতশিল্পীকে দেখতে সোমবার SSKM-এ যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( CM Mamata Banerjee)। হাসপাতাল সূত্রে খবর, কবীর সুমনের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দেখা করার পর তিনি সন্তোষ প্রকাশ করেন।
এদিকে কবীর সুমন (Kabir Suman)-এর অসুস্থতা প্রসঙ্গে চিকিৎসক সৌমিত্র ঘোষ বলেন, বিভিন্ন টেস্ট করে আমরা নিশ্চিত হয়েছি ওঁর COVID- হয়নি। HRTC-র রিপোর্টেও দেখা গিয়েছে বেশি মাত্রায় সংক্রমণ হয়নি। ওঁর গলায় একটা ইনফেকশন রয়েছে, সঙ্গে আরও কিছু সমস্যাও আছে। আপাতত ফেস মাস্ক দিয়ে ৬ লিটার অক্সিজেন দেওয়া হয়েছে। গতকাল রাতের থেকে ওঁর শারীরিক অবস্থা অনেকটাই ভালো, আশা করছি, কিছুদিনের মধ্যেই ওঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে।
আরও পড়ুন-''অভিনয়েই ১০০ শতাংশ দিতে চাই'', ফিল্ম স্কুল ছাড়লেন Irrfan পুত্র বাবিল
প্রসঙ্গত, জ্বর ও তীব্র শ্বাসকষ্ট নিয়ে শনিবার রাত সাড়ে ৩টে নাগাদ SSKM হাসপাতালে ভর্তি হন কবীর সুমন। SSKM-র উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর কেবিনে তিনি ভর্তি রয়েছেন তিনি। মেডিসিন বিভাগের প্রধান ডাক্তার সৌমিত্র ঘোষের তত্ত্বাবধানে রয়েছেন সঙ্গীতশিল্পী।