জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শান্ত, ধীর স্থির, নরম প্রকৃতির মানুষ চূর্ণী গঙ্গোপাধ্যায়কে ভালোবাসেন তাঁর দর্শক থেকে শুরু করে গোটা ইন্ডাস্ট্রিই। প্রায়শই নানা বিষয়ে কথা বলেন অভিনেত্রী।তবে এবার ‘মিটু’ বিতর্ককে উস্কে সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্যকর পোস্ট অভিনেত্রীর। মাত্র ১২ বছর বয়সে যৌন হয়রানির শিকার হয়েছেন তিনি। সাম্প্রতি সময়ে থিয়েটারে মেয়েদের যৌন হয়রানির প্রতিবাদ হিসাবে সেই ঘটনাই তুলে ধরলেন জনসমক্ষে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- Rachna on Kanchan-Kalyan Conflict: 'কাঞ্চন-কল্যাণদা, দুজনের কাউকেই সমর্থন করি না' সাফ জবাব রচনার...


শুক্রবার চূর্ণী লেখেন, 'আজ আমি প্রায় ৬ বছর আগের একটি খুব ব্যক্তিগত ইনস্টাগ্রাম পোস্টের কথা মনে করছি। এতে লেখা ছিল, আমি হয়তো তরুণ ছিলাম, কিন্তু ভুলে যাইনি। #MeToo আমার কাছ থেকে একটি দীর্ঘ প্রতীক্ষিত কান্না, শিশু শ্লীলতাহানির একজন নীরব শিকার আমি। যে তার বেড়ে ওঠার বছরগুলোতে চুপ করে ছিল, কারণ সে বলতে পারেনি। অপরাধীকে শাস্তি দেওয়া হয়নি। আমি আজ বিশ্বাস করতে চাই যে সে তার কর্মফল পাবে একদিন'।


অভিনেত্রী লেখেন,'আমি এখনও তার ক্ষমা চাওয়ার অপেক্ষায় রয়েছি। একমাত্র এটাই তিনি করতে পারেন: ক্ষমা চান ট্রমার জন্য, সারাজীবনের দাগ যা আমাকে সহ্য করতে হয়েছিল তার জন্য। তিনি সম্ভবত এই চিন্তায় স্বচ্ছন্দ যে আমি তার নাম নিতে পারব না। এবং ঠিক এই কারণেই মাত্র ১২ বছর বয়সীর সুযোগ নিয়েছিল সে, যে এখনও নিজেকে হারিয়ে ফেলে এবং এখনও বিশ্বকে তার কথা জানাতে পারেনি।'



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)