নিজস্ব প্রতিবেদন: তাঁকে 'ভাঁড়' বলে কটাক্ষ করেছেন নাসিরুদ্দিন শাহ। টুইটারে পাল্টা জবাব দিলেন অনুপম। গান্ধীগিরির পথে হেঁটেও তীব্র শ্লেষে ভরিয়ে দিয়েছেন নাসিরুদ্দিনকে। তাঁর রক্তের দোষ রয়েছে বলে মন্তব্য করেছেন নাসির। অনুপমের জবাব,  আমার রক্তে আছে হিন্দুস্তান। এটা বুঝে নিন।
       
অনুপম খের ভিডিয়োবার্তায় বলেছেন, ''জনাব নাসিরুদ্দিন আমাকে নিয়ে আপনার সাক্ষাত্কার দেখলাম। আমাকে ভাঁড়, মানসিকবিকারগ্রস্ত, গুরুত্ব দেওয়ার দরকার নেই ইত্যাদি বলেছেন। এত প্রশংসার জন্য ধন্যবাদ। আপনার কথাগুলো কখনও গুরুত্ব দিয়ে দেখিনি। কখনও আপনার নিন্দা করিনি। এবার বলব, গোটা জীবন এত সাফল্য পেয়েও অবসাদে কাটিয়েছেন। অমিতাভ, রাজেশ খন্না, বিরাট কোহলি, শাহরুখ খান কারও সমালোচনা করতে ছাড়েননি। আমার ভাগ্য ভালো সেই তালিকায় আমিও আছি।''


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অনুপম আরও বলেন,''দীর্ঘ কয়েক বছর ধরে যে পদার্থ সেবন কর আসেন, তার জন্য ভালো মন্দের ফারাক বোঝেন না। নিন্দে করে ভালো থাকলে, খুশি থাকুন। আমার রক্তে আছে হিন্দুস্তান। এটা বুঝে নিন।''   



একটি সংবাদমাধ্যমে এনআরসি-সিএএ নিয়ে বলতে গিয়ে অনুপমের প্রসঙ্গ টেনে আনেন নাসিরুদ্দিন। বলেন,''আমি টুইটারে নেই। যাঁরা এসব করে আমি আশা করব, তাঁরা নিজেদের মত খোলামেলাভাবে প্রকাশ করবেন। অনুপমের অনেকে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। কিন্তু ওকে গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করি না। ও একটা ভাঁড়। ন্যাশনাল স্কুল অব ড্রামা ও এফটিআইয়ে ওর মানসিকবিকারগ্রস্ততার কথা জানে। ওর কিছু করার নেই। এটা ওর রক্তের দোষ।''


নাসিরুদ্দিন আরও বলেন,''বলিউডেও অনেক কমবয়সি পরিচালক ও অভিনেতারা আইনের বিরোধিতায় সরব হয়েছেন।'' তবে বড় বড় অভিনেতাদের নীরবতায় বিস্মিত নন নাসিরুদ্দিন। তাঁর কথায়, মুখ খুললে ওনারা অনেক কিছু হারাতে পারেন। দীপিকা হারানোর সম্ভাবনা নিয়েও প্রকাশ্যে পাশে দাঁড়িয়েছে।      


আরও পড়ুন- নাগরিকদের স্বাধীনতা খর্ব, বিশ্ব গণতন্ত্র সূচকে ১০ ধাপ পড়ল মোদীর ভারত