জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিদি নম্বর ১-এ (Didi no 1) বাংলার দিদি। রচনার আমন্ত্রণে সাড়া দিয়ে জি বাংলার রিয়্যালিটি শোয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ অর্থাৎ ২১ ফেব্রুয়ারি ডুমুরজলা স্টেডিয়ামে বিশেষ পর্বের শ্যুটিং। এপিসোডে থাকছেন সৌরভ-ঘরণি ডোনা গঙ্গোপাধ্যায়ও। থাকবেন অরুন্ধতি হোম চৌধুরী। এই প্রথম কোনও রিয়েলিটি শোয়ে এসেছেন মুখ্যমন্ত্রী। সকাল থেকেই আঁটোসাঁটো নিরাপত্তা ডুমুরজলা স্টেডিয়াম চত্বরে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Ameen Sayani Passes Away: প্রয়াত ভারতীয় বেতারের 'গ্র্যান্ড ওল্ড ম্যান', 'গীতমালা'র কিন্নরকণ্ঠ আমিন সায়ানি...


শোয়ের সঞ্চালিকা তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে দেখা করে তাঁকে সেখানে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান। এরপরই রাজি হয়েছেন তিনি। কেবল হাজির থাকছেন তাইই নয় রিয়্যালিটি শোয়ের সমস্ত খেলাতেও অংশ নেবেন তিনি। ওই রিয়্যালিটি শোয়ে প্রায়ই নিজেদের জীবন যুদ্ধের গল্প শেয়ার করেন দিদিরা। এবার এই মঞ্চে শোনা যাবে মুখ্যমন্ত্রীর লড়াইয়ের অজানা কিছু কাহিনি। 


এমনকী এপিসোডে প্রতিযোগীদের জন্য গান গাইতে আমন্ত্রণ জানানো হয়েছে তৃণমূল বিধায়ক ও গায়িকা অদিতি মুন্সি, গায়ক রূপঙ্কর বাগচি এবং শিবাজি চট্টোপাধ্যায়কে। ২১শে ফেব্রুয়ারি পঞ্জাব সফরে যাওয়ার কথা ছিল মমতার, কিন্তু কৃষক বিক্ষোভের জেরে আপতত স্থগিত সেই সফর। তারপরেই প্রকাশ্যে এসেছে শ্যুটিংয়ের কথা। মুখ্য়মন্ত্রীর নিরাপত্তার বিষয়টি আগেই খতিয়ে দেখে ১৮ ফেব্রুয়ারি মিটিং ডেকেছে রাজ্যের ডিরেক্টর সিকিউরিটি।


শো এর সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় গোটা বিষয়টা নিয়ে রীতিমতো থ্রিলড। তাঁর মতে, সারা দেশে কোথাও এর আগে এমন ঘটনা ঘটেনি। শো এর নাম দিদি নম্বর ওয়ান। আজ এই নাম সার্থক হল বলে দাবি রচনা বন্দ্যোপাধ্যায়ের। এই শ্যুটিং নিয়ে অভিনেত্রী বলেন, 'পৃথিবীতে এই  প্রথম কোনও মুখ্যমন্ত্রী রিয়্যালিটি শোয়ে আসছেন। আমি ভীষণ উচ্ছ্বসিত।' তবে মমতার এই শ্যুটিং নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। তিনি ট্য়ুইট করে বলেন, 'আমাদের মুখ্যমন্ত্রী সন্দেশখালি যেতে পারছেন না। কিন্তু দিদি নম্বর ওয়ানে শ্যুটিং করছেন।' 



আরও পড়ুন, Virat Kohli | Anushka Sharma: পুরাণ থেকে খোঁজা, দুই ভাষায় দুই মানে, হিন্দু ধর্মবিশ্বাসেই ছেলেরও নামকরণ বিরুষ্কার!


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)