Virat Kohli | Anushka Sharma: পুরাণ থেকে খোঁজা, দুই ভাষায় দুই মানে, হিন্দু ধর্মবিশ্বাসেই ছেলেরও নামকরণ বিরুষ্কার!

Virat Anushka Welcomes their baby boy: জন্মের ৫ দিন পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সুখবর জানালেন তারকা দম্পতি। আর তারপরই শুভেচ্ছার বন্যা। মেয়ের পর ছেলের নামকরণেও চমক বিরুষ্কা জুটির।

Feb 21, 2024, 13:11 PM IST
1/7

লন্ডনে ছেলের জন্ম অনুষ্কার

Virat Anushka manes Akaay and Vamika from Hindu Belief

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দ্বিতীয়বারের জন্য বাবা-মা হয়েছেন বিরুষ্কা। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অনুষ্কা। তারকা জুটি ছেলের নাম রেখেছে 'অকায়।'  

2/7

১৫ ফেব্রুয়ারি ছেলের জন্ম

Virat Anushka manes Akaay and Vamika from Hindu Belief

মেয়ে ভমিকার পর ছেলের নাম চয়নের ক্ষেত্রেও হিন্দু ধর্মবিশ্বাসকে প্রাধান্য দিয়েছে বিরুষ্কা জুটি। ভারতীয় হিন্দু পুরাণ থেকেই বেছে নেওয়া হয়েছে নাম।  

3/7

তারকা জুটিকে শুভেচ্ছা সবার

Virat Anushka manes Akaay and Vamika from Hindu Belief

তারকা জুটি ছেলের নাম রেখেছে 'অকায়'। সংস্কৃত 'কায়া' শব্দ থেকে যার উৎপত্তি। 'কায়া' মানে আকার। সেক্ষেত্রে 'অকায়' মানে যার কোনও আকার নেই। অর্থাৎ নিরাকার। যা কিনা অসীম।  

4/7

ইনস্টাগ্রামে পোস্ট করে সুসংবাদ ঘোষণা

Virat Anushka manes Akaay and Vamika from Hindu Belief

ওদিকে তুর্কি ভাষায় আবার  'অকায়' মানে 'উজ্জ্বল চাঁদ' বা 'ঝলমলে চাঁদ'।  

5/7

দ্বিতীয় প্রেগন্যান্সির প্রথম থেকেই ছিল গোপনীয়তা

Virat Anushka manes Akaay and Vamika from Hindu Belief

বিরাট-অনুষ্কা তাঁদের প্রথম সন্তান মেয়ে ভমিকার নাম রেখেছিলেন হিন্দু শাস্ত্রের অন্যতম প্রধান দেবী দুর্গার নামে।    

6/7

শেষমেশ জল্পনার অবসার

Virat Anushka manes Akaay and Vamika from Hindu Belief

পাশাপাশি 'ভমিকা' নামটি বামদেবের সঙ্গেও সম্পর্ক যুক্ত। বামদেব বলতে দেবী দুর্গার স্বামী শিবকে বোঝায়।   

7/7

অনুষ্কার পাশে থাকতে ছুটিতে বিরাট

Virat Anushka manes Akaay and Vamika from Hindu Belief

বামদেব হল শিবের সংরক্ষিত দিক। তিনি যে মহাবিশ্বের পাঁচটি দিককে মূর্ত করেছেন, তার মধ্যে একটি। পঞ্চমুখী শিবলিঙ্গে, ডানদিকে বামদেব আবির্ভূত হন।