নিজস্ব প্রতিবেদন: কথা দিয়েছিলেন, সেই মতো তারকা দম্পতি নীল-তৃণার বিয়েতে হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৪ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার ঠিক সময় মত মুখ্যমন্ত্রী পৌঁছে যান বিয়ের অনুষ্ঠানে। তাঁকে আপ্যায়ন করে অনুষ্ঠান মঞ্চে নিয়ে আসেন অভিনেত্রী তৃণা সাহা নিজেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নীল পাড় সাদা শাড়ি, মুখে মাস্ক, সেই চির পরিচিত, ছিমছাম লুকেই নীল-তৃণার বিয়ের অনুষ্ঠানে যান মমতা বন্দ্যোপাধ্যায়।


আরও পড়ুন-নৌকা করে বিয়ে করতে এলেন Neel, মণ্ডপে বরের অপেক্ষায় Trina





আরো পড়ুন-আইনি বিয়ে সারলেন Neel-Trina


জানা যাচ্ছে, জন্মদিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিমন্ত্রণ জানিয়ে এসেছিলেন অভিনেত্রী তৃণা সাহা। তৃণা এবং নীল দুজনেরই আশা ছিল, বিয়ের অনুষ্ঠানে গিয়ে তাঁদের আশীর্বাদ করে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। হতাশ করলেন না মুখ্যমন্ত্রীও। প্রসঙ্গত, তৃণা সাহা অভিনেত্রী খড়কুটো ধারাবাহিকটি আর পাঁচজন টেলি দর্শকের মতোই বেশ পছন্দ করেন মুখ্যমন্ত্রী। কাজের ব্যস্ততার মাঝে সময় পেলে মমতা বন্দ্যোপাধ্যায়ও তৃণার ধারাবাহিকটি দেখেন বলেই জানা যায়। যৌথ পরিবার নিয়ে তৈরি এই ধারবাহিকটি বেশ পছন্দ তাঁর।