নিজস্ব প্রতিবেদন: জল্পনার অবসান। অবশেষে সম্পন্ন হল প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের বিয়ে। শনিবার ক্রিশ্চিয়ান রীতিতে বিবাহ-বন্ধনে বাঁধা পড়লেন 'নিকয়াঙ্কা'। সূত্রের খবর যোধপুরের উমেদ ভবনে ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে প্রিয়াঙ্কা ও নিকের বিয়ের অনুষ্ঠান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সূত্র বলছে ক্রিশ্চিয়ান রীতিতে বিয়ের সময় খ্যতনামা ডিজাইনার রালফ লরেনের ডিজাইন করা সাদা গাউনে মোহময়ী দেখাচ্ছিল দেশি গার্লকে। নিক জোনাসও রালফ লরেনের ডিজাইন করা পোশাকই পরেছিলেন বলে জানা যাচ্ছে। যদিও এখনও পর্যন্ত বিয়ের অনুষ্ঠানের কোনও ছবিই প্রকাশ্যে আসতে দেওয়া হয়নি। 'দীপবীর'-এর বিয়ের মতোই কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে সম্পন্ন হয়েছে প্রিয়াঙ্কা-নিকের বিয়ের অনুষ্ঠান। আমন্ত্রিতদের কোনও ফোন বা ক্যামেরা নিয়ে ঢুকতে দেওয়া হয়নি বলে খবর। তবে দূর থেকে তোলা ভিডিওতে উমেদ ভবনের ভিতরে বাজি ফাটতে দেখা যায়।


আরও পড়ুন-প্রিয়াঙ্কা ও ঐশ্বর্য, দুই তারকার মেহেন্দির অনুষ্ঠানে রয়েছে বিশেষ মিল




এদিকে দীপবীরের ভক্তদের মতোই বিবাহিত নব-দম্পতি প্রিয়াঙ্কা-নিকের বিয়ের ছবি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রিয়াঙ্কা নিকের ভক্তরা।


আরও পড়ুন- রণবীর নন, বিশেষ পুরুষ বন্ধুর দেওয়া কানের পরেই মন্দিরে হাজির দীপিকা