ইন্দু সরকার ছবি দেখতে চেয়ে পহেলাজ নিহালনিকে চিঠি কংগ্রেসের
ইন্দু সরকার ছবি ঘিরে নতুন চাপানউতোর। সেন্সর বোর্ড চিফ পহেলাজ নিহালনির তরফ থেকে জানানো হয়েছে যে কংগ্রেসের পক্ষ থেকে ছবিটি দেখতে চাওয়া হয়েছে। মুম্বই কংগ্রেসের সভাপতি সঞ্জয় নিরুপম সেন্সর বোর্ডের কাছে ছবিটি দেখতে চেয়ে আর্জি জানিয়েছেন। তাঁর মতে, যেহেতু ছবিটি ১৯৭৫ থেকে ১৯৭৭ পর্যন্ত জরুরী অবস্থার সময়ের কথা বলে, তাই দেখে নেওয়া জরুরী যে, ইন্দিরা গান্ধী, সঞ্জয় গান্ধী ও অন্যান্য কংগ্রেস নেতাদের কীভাবে ছবিতে দেখানো হয়েছে। আরও পড়ুন- `গাছের আড়ালেই ড্রেস চেঞ্জ! টয়লেট এড়াতে জল না খেয়েই থাকতে হয়েছে`, স্বীকারোক্তি শ্রীদেবীর
ওয়েব ডেস্ক: ইন্দু সরকার ছবি ঘিরে নতুন চাপানউতোর। সেন্সর বোর্ড চিফ পহেলাজ নিহালনির তরফ থেকে জানানো হয়েছে যে কংগ্রেসের পক্ষ থেকে ছবিটি দেখতে চাওয়া হয়েছে। মুম্বই কংগ্রেসের সভাপতি সঞ্জয় নিরুপম সেন্সর বোর্ডের কাছে ছবিটি দেখতে চেয়ে আর্জি জানিয়েছেন। তাঁর মতে, যেহেতু ছবিটি ১৯৭৫ থেকে ১৯৭৭ পর্যন্ত জরুরী অবস্থার সময়ের কথা বলে, তাই দেখে নেওয়া জরুরী যে, ইন্দিরা গান্ধী, সঞ্জয় গান্ধী ও অন্যান্য কংগ্রেস নেতাদের কীভাবে ছবিতে দেখানো হয়েছে। আরও পড়ুন- 'গাছের আড়ালেই ড্রেস চেঞ্জ! টয়লেট এড়াতে জল না খেয়েই থাকতে হয়েছে', স্বীকারোক্তি শ্রীদেবীর